Wednesday, April 12, 2017

জন্মদাগ


সাম্প্রদায়িকতা জন্মদাগের মতই ১৯৪৭ সালে আমাদের গায়ে আজীবনের জন্য গেঁথে গিয়েছিলো। ১৯৭১ সালে এক নদী রক্ত দিয়ে সে দাগ ধুয়ে ফেলার চেষ্টা অবশ্য করা হয়েছিল। কিন্তু যে দেশের অধিকাংশ মানুষ পুনর্জন্মে বিশ্বাস করে না, সে দেশ পুনর্জন্ম নেবে কি করে? পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নাম বদল করা যায়, চরিত্র তো আর বদলান যায় না।
দুবনা, ১৩ এপ্রিল ২০১৭


No comments:

Post a Comment