Wednesday, April 26, 2017

স্মৃতিভ্রম


সকাল থেকেই কি এক অস্বস্তিতে ভুগছি, অস্বস্তি নামে কি যেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিষ মনে করতে পারছি না। ২৬ এপ্রিল - অনেক প্রিয় দিনগুলোর একটা, কিন্তু কি জন্যে যে প্রিয় মনে আসছে না কিছুতেই। ঐ গানের কলির মত - মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পরে না।"
এক সময় ডুবে গেলাম নিজের দৈনন্দিন কাজে। একটু আগে অমলের (Amal Dhali) পোস্ট। ১৯৮৫ সালে ছাত্র ইউনিয়নের এক পরীক্ষার্থী ক্যাম্প নিয়ে লেখা। পড়ছি পড়ছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না হঠাৎ এই লেখার উদ্দেশ্য। যখন শেষ লাইন পড়লাম, তখন বুঝলাম, কেন সকাল থেকে ২৬ এপ্রিল নিয়ে এত ভাবছিলাম।
শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
দুবনা, ২৬ এপ্রিল ২০১৭


No comments:

Post a Comment