গ্যালিলিও ল্যাটিনের
বদলে ইটালীয়ান ভাষায় লিখতেন যাতে বেশী মানুষ তার লেখা পড়তে পারে। বাউলেরা সাধারণ
ভাবে তাদের মনের ভাব প্রকাশ করে যাতে আমাদের মত অল্প বা অর্ধ শিক্ষিত মানুষ তাদের
কথা বুঝতে পারে।
আধুনিক কবিদের আমার
অনেকটা নামী দামী উকিলের মত মনে হয়। সহজ কথা এরা এত জটিল ভাবে প্রকাশ করে যে সব
মাথার উপর দিয়ে উড়ে যায়। এরা বলতে পারে না যে “আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি”,
এরা বলে “তোমার প্রেমে অবগাহন করতে করতে আমি এমন ভাবে নিমজ্জিত হয়েছি যে এখন আর
কুল কিনারা খুঁজে পাচ্ছি না।“
না, নতুন করে স্কুলে
যেতে হবে, আধুনিক কবিতা বোঝার জন্য।
দুবনা, ০৫ এপ্রিল ২০১৭
No comments:
Post a Comment