Tuesday, April 4, 2017

মৃত্যু পথযাত্রী



গত কয়েক দিন ধরে ফেস বুকে গরুদের নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, কেউ বলছে যারা গরুকে দেবতা বানায় তারাই গরু, কেউ বা তার প্রতিবাদ করছে। কিন্তু যাদের নিয়ে এত কথা তারা নির্বাক। আমি অন্তত একটা গরুকেও এ নিয়ে কোন কথা বলতে শুনিনি, কোন প্রতিবাদ করতে দেখিনি - যদিও তাদের প্রতিবাদ করার কারন ছিল, মানহানির মামলা করার কারন ছিল। আমি ব্যক্তিগতভাবে গরু খাওয়া বা গরুকে দেবতা ভাবার মধ্যে ভালো বা মন্দের কিছু দেখিনা, যতক্ষন না এটাকে কেন্দ্র করে মারামারি, কাটাকাটি হয় – যতক্ষন না গরুর জীবন হয়ে ওঠে মানুষের মৃত্যুর কারন। আরও একটা কথা, এই যে আমরা যারা গরুর পক্ষে বিপক্ষে বলে ফেসবুকে ঝড় তুলছি, তারা যদি গরুর মত শান্তিপ্রিয় হতাম, পরমত সহিষ্ণু হতাম – তাহলে আজকের পৃথিবীটা অনেক বেশী শান্তিপূর্ণ হতো। তাই আসুন গরু নিয়ে তর্ক করার আগে গরুর কাছে সহনশীল হতে শিখি।


দুবনা, ০৪ এপ্রিল ২০১৭     


No comments:

Post a Comment