Sunday, April 23, 2017

স্বগতোক্তি


হে মহারাজ
তোমার কাছে একটাই আর্জি আজ
তোমাকে সেলাম
আমার জনমে আমার মরনে যা কিছু পেলাম
সবই তোমার আশিস
তোমায় কুর্নিশ।
আমার ভাগ্য, আমার নাম, আমার জাত-পাত
তোমার নয়, তোমার নয়, সব আমারই অপরাধ
আমার নাম আমার ধর্ম অনুভুতিতে দিলে ধাক্কা
তুমি কেন এসবের বল করবে তোয়াক্কা?
অশেষ করুনা তোমার
তাইতো ব্যবস্থা করেছ পুলিশী পাহারার
খাইয়েছ অনেক কিল-ঘুষি, লাথি আর লাঠিপেটা
লজ্জায় মোর মাথা হেট, তোমার পায়ে লেগেছে ব্যথা
দয়াল তুমি করুনাসিন্ধু করুনা তোমার অপার
মৃত্যুর পরেও ভুলনি তুমি করেছ মোর সৎকার
আরব দেশের পেট্রোল দিয়ে পুড়িয়েছ মোর দেহ
কোথায় আমি রাখবো বল তোমার অশেষ স্নেহ।

মস্কো, ২৪ এপ্রিল ২০১৭ 



No comments:

Post a Comment