আরেক জন্মে আরেক দেশে
তোমার সাথে দেখা
এ জন্মে আর হবে না তাই কপালে
লেখা
দেশটা কবেই হারিয়ে গ্যাছে
হারিয়ে গ্যাছে স্মৃতি
ভাবছি এবার গল্পটাতে
টানতে হবে ইতি
চিরকুট নিয়ে যে কবুতর
যেত তোমার কাছে
জানি না সে আজকে কোথায়,
কেমনই বা আছে?
টেলিফোনের নাম্বারগুলো হাওয়ায়
গ্যাছে উড়ে
ঠিকানাবিহীন কথাগুলো দোরে
দোরে ঘুরে
অপেক্ষা তো অনেক হোল
অপেক্ষা আজ বুড়ো
আমারও আজ বয়েস হোল হয়ে
গেছি কুঁড়ো
তাইতো বলি ভালো থেকো
আমিও আছি ভালো
ভবিষ্যতের পথ দেখাবে
অতীতের আলো।
Soul of the writer
http://bijansaha.ru/albshow.html?alb=32
No comments:
Post a Comment