Sunday, June 30, 2019

লক্ষ্য

সাফল্যে ভাই ব্যর্থ মোরা ব্যর্থতায় যে খুব সফল
দেশ আমাদের যুদ্ধবন্দী মালিক মোদের সরকারী দল

আমরাই দেশের সেনা সেপাই আমরাই আমলা মন্ত্রী
সব কিছুরই  কুশীলব ভাই আমরাই যন্ত্র যন্ত্রী

সত্যেরে আমরা মিথ্যা বানাই মিথ্যারে করি সত্য
নিজের ভাগ্য গড়ি অন্যের কপাল ভাঙ্গি নিত্য

আমরা বানাই রাজা উজির আমরা বানাই সরকার
মিছেমিছি দল বদলের আছে কি ভাই দরকার? 

আমরা করি সরকারি দল সব দলেরই আমলে
সুবিধাবাদী যে যাই বলুক নেই না কিছুই আমলে 

লক্ষ্য মোদের রাজকোষ ভাই লক্ষ্য মোদের ক্ষমতা
আর সবেতে অনীহা মোদের ক্ষমতার জন্যে মমতা

মস্কো, ৩০ জুন ২০১৯




Saturday, June 29, 2019

পণ

স্বপ্নেরা পণ করেছে
মেলবে না আর পাখা
রাত দুপুরে ঘুমের ঘোরে
দেবে না আর দেখা

পিটারবার্গ মস্কো ট্রেন, ৩০ জুন ২০১৯

সংখ্যা

কেউ বা লঘু কেউবা গুরু
সংখ্যা যে সে আজি
মানুষ নয় কেবল ভোটার
রাজনীতির কারসাজি

পিটারবার্গ, ২৯ জুন ২০১৯

সাফল্য ও ব্যর্থতা

আজকের রাজনীতির প্রধান বৈশিষ্ট্য হল রাজনীতিবিদরা ব্যর্থতার ক্ষেত্রে প্রচন্ড সফল আর সাফল্যের ক্ষেত্রে চরম ব্যর্থ।

পিটারবার্গ, ২৯ জুন ২০১৯

Friday, June 28, 2019

ধরা

মানুষেরে দিয়ে আস্কারা
মানুষেরই হাতে ধরা
পড়ে গেছে ধরা

পিটারবার্গ, ২৮ জুন ২০১৯

মধ্যম

মধ্য আয়ের দেশ হয়তো একদিন আমরা হব তবে এরই মধ্যে যে আমরা মধ্য মানের মানুষের দেশ হয়েছি তাতে কোন সন্দেহ নেই। মানুষের জীবনের প্রতি আমাদের নির্লিপ্ততা আবারও প্রমাণ করল আমরা মধ্যমের মত তফাতে চলতেই এখন বেশি আগ্রহী।

পিটারবার্গ, ২৮ জুন ২০১৯

অস্তিত্ব

খুনের পেছনে যে মোটিভই থাকুক আর খুনি যে দলেরই হোক সে খুনের অপরাধে অপরাধী। আর সেই জায়গা থেকেই তার বিচার হওয়াটা খুব জরুরী। সমাজ, রাষ্ট্র ও জাতির অস্তিত্বের জন্যই এটা জরুরী।

পিটারবার্গ, ২৮ জুন ২০১৯

Thursday, June 27, 2019

ঋণ

দেশপ্রেমিক ঋণ করে না কিন্তু দেশ ও জাতির কাছে নিজেকে ঋণী মনে করে। দেশদ্রোহী ব্যাংক থেকে ঋণ করে কিন্তু নিজেকে ঋণী মনে করে না। এই দুই ধরনের মানুষের প্রতি সরকারের মনোভাব বলে দেয় সরকারের চরিত্র, তার প্রতিনিধিত্বশীলতা।

পিটারবার্গ, ২৬ জুন ২০১৯

Wednesday, June 26, 2019

আদর্শ ও চেতনা

যদি আদর্শ চেতনাকে গ্রাস করে তবে মানুষ হয় আদর্শ - অন্ধ। আবার চেতনা আদর্শকে গিলে ফেললে সে মানুষ হয় আদর্শহীন। সচেতন আদর্শবান মানুষের চেতনা ও আদর্শ পরস্পরের বন্ধু, সমালোচক। প্রয়োজনে নিজেদের মধ্যে ঝগড়া করে ভারসাম্য রক্ষা করে সঠিক সিদ্ধান্ত বেছে নিতে পারে।

পিটারবার্গ, ২৭ জুন ২০১৯

জংগলের আইন

নিজের হাতে আইন তুলে নেওয়াটা সংক্রামক। দলীয় বা গোষ্ঠীগত বিবেচনা থেকে সেটাকে শুরুতেই নির্মূল না করলে একদিন আইনটাই মাঠে মারা যায়। মরে সমাজ, রাষ্ট্র।

পিটারবার্গ, ২৭ জুন ২০১৯

কফি ব্রেক

কফি ব্রেক। বিসামসহ কয়েক জনের সাথে গল্প করছি। আমাকে পেয়ে একজন বলে উঠলেন

আপনার সাথে একটু আলাপ করা দরকার ব্রিকসের একটা প্রজেক্ট নিয়ে। আমি একজন ইন্ডিয়ান কাউন্টার পার্ট খুঁজছি।

তারপর আমার ব্যাজের দিকে তাকিয়ে বললেন

ও আপনি রাশিয়ান।

হ্যাঁ। একটু বেশি পুড়িয়ে ফেলেছে।

এরমধ্যে দেখে নিলাম ভদ্রলোক ব্রাজিল থেকে। নাম মায়া। বললাম

আপনি নিশ্চয়ই মায়া সভ্যতার শেষ প্রতিনিধি।

না না। ওরা তো পেরুর। আমি ব্রাজিল থেকে। আমার পূর্ব পুরুষেরা হল্যান্ডের।

কিছু মনে করবেন না। এটা ছিল স্রেফ জোক।

পিটারবার্গ, ২৬ জুন ২০১৯

দুঃখ

কিছু কিছু মানুষ অন্যকে কষ্ট দেওয়ার জন্য নিজের নাক কাটে। পরে সারাজীবন কাটা নাকের জন্যে বিলাপ করে নাকওয়ালাদের সহানুভূতি খোঁজে।

পিটারবার্গ, ২৬ জুন ২০১৯

সত্য

আগে সত্য ছিল অবজেক্টিভ রিয়েলিটি এখন সাবজেক্টিভ রিয়েলিটি। যার পেছনে সাপোর্ট বেশি সেই ঠিক।

পিটারবার্গ, ২৬ জুন ২০১৯

Tuesday, June 25, 2019

আদর্শ পণ্য

এখন আদর্শ এক দুষ্প্রাপ্য পণ্য যা মানুষ কেনে যতটুকু না তার গুণ বিচার করে তার চেয়ে বেশি কত লোক সেটা কিনছে তা দেখে। ফলে ফ্যাশন বদলের সাথে সাথে আদর্শও বদলে যায়।

পিটারবার্গ, ২৬ জুন ২০১৯

চৌমাথা

পার্থ মানবে পল্লবিত
একাকী বিজন
রাতের পিটারবার্গে
করিলা ভ্রমণ

পিটারবার্গ, ২৬ জুন ২০১৯

সূত্র

নিউটনের তৃতীয় সূত্র বলে
 রেলমন্ত্রীও বাঁশ খাইবেন
রেললাইনকে বাঁশ দিলে

পিটারবার্গ, ২৬ জুন ২০১৯

রাশিয়ান

গতকাল দেখি ছোট খাটো হালকা পাতলা একজল মানুষ প্রফেসর স্তারবিনস্কির সাথে কি ব্যাপারে গভীর আলোচনায় মগ্ন। এক সময়ে সেমিনারের মাঝেই দু জনে উঠে বাইরে গেলেন। প্রফেসর স্তারবিনস্কি কসমোলজি কমিউনিটির শীর্ষ স্থানীয় ব্যক্তিত্ব। বুঝলাম সাথীও কেউকেটা কেউ হবেন। পরে ব্যাজে নাম দেখে বুঝলাম ভুল করিনি। মাথায় দুর্বুদ্ধি ঢুকল তাঁকে নিয়ে মস্করা করার। প্রয়োজন তাকে রিল্যাক্স মুডে একা পাওয়া আর রাশিয়ানে কথা বলা।

সুযোগ মিলল আজ কফি ব্রেকে। পাশে গিয়ে বললাম

 আপনার সাথে আমার চিঠি বিনিময় হয়েছিল কয়েক বছর আগে।

কি নাম আপনার?

সাহা।

মনে পড়ছে। আপনার পেপার দেখি। ফলো করি।

ধন্যবাদ। আপনাকে আগে দেখিনি। ভেবেছিলাম আপনি দেখতে হবেন দৈত্যের মত।

হো হো করে হেসে উঠলেন উনি। কফি আর খাওয়া হল না।

এ ছিলেন প্রফেসর কামিনশিক মানে যারা পাথর ভাংগেন।

অবশ্য শুধু আমিই যে এক তরফা ঠাট্টা করি তা নয়। গতকাল দেখা প্রফেসর গ্রীবের সাথে। নামকরা লোক। এর আগে দেখা হয়েছিল ২০০৭ সালে ইয়ালচিকে। পরে এক ট্রেনে মস্কো ফিরেছিলাম। পিটারবার্গ আসতে বলেছিলেন তাঁর ওখানে টক দিতে। দেখেই বললেন

আরেক জন নব্য রাশিয়ান এল।

ব্ল্যাক রাশিয়ান।

বলে হাসতে হাসতে হাত বাড়িয়ে দিলাম।

পিটারবার্গ, ২৫ জুন ২০১৯

লাইন

ওয়াশ রুমে ঢুকে দেখি একজন দাড়িয়ে আছে। পরিচিত মুখ। তাই রাশিয়ানে জিজ্ঞেস করলাম - লাইনে?
খুব মজার ব্যাপার তো।
কি?
তোমার মুখে রাশিয়ান ভাষা শোনা।
কেন? Не того цвета и не с того света? সেই রংএর আর সেই দেশের নয় বলে?
ওকে অপ্রস্তুত দেখে হো হো করে হেসে উঠলাম। ও ও যোগ দিল।

পিটারবার্গ, ২৫ জুন ২০১৯

কান্না হাসি

হাসিরে কান্না - হাস কেন তুমি ভাই
তোমার মনে কি কোনই দুঃখ নাই?
কান্নারে আমি হাসিতে গ্রহণ করি
দুঃখের জন্যে হাসি মুখে আমি মরি
কান্না ভাবিল ব্যাপারটা নয় মন্দ
হাসি দিয়ে করিলে কান্না বন্ধ
ভাবিয়া কান্না লাগিল বেদম হাসিতে
হাসিতে হাসিতে নয়ন জলে ভাসিতে

পিটারবার্গ, ২৫ জুন ২০১৯

Monday, June 24, 2019

খাজনার চেয়ে বাজনা বেশি

পিটারবার্গে দু এক স্টেশন মেট্রোয় যাওয়া অনেকটা প্লেনে বাংলাদেশের এক শহর থেকে আরেক শহরে যাওয়ার মত। ফ্লাইং আর ল্যান্ডিং এই যত সময়, উড়তে লাগে দশ মিনিট। এখানেও ট্রেনের চেয়ে এস্কালেটরেই কাটে বেশি সময়।

পিটারবার্গ, ২৫ জুন ২০১৯

আপদ এখানে নিরাপদ

নিরাপদ নয় এ তো
আপদের নীড়
ঘরে বসে মরে যায়
বাংগালী বীর

২৫ জুন ২০১৯

প্রগলভতা

দেশে কি বোবার অভাব? বোবাদের মন্ত্রী করুন। আর কিছু না হলেও একটা আপদ অন্তত কমবে।

পিটারবার্গ, ২৫ জুন ২০১৯

Hard

Hard is rock, rock is hard. Their child is hard rock.

Saint Petersburg, 25 June 2019

কথা

তোমারে হাজার বার কইলাম কাজটা না করতে। কথা শোন না কেন?
হাজার বার কইলা বইলাই তো ভাবলাম বাজে কথা, না শুনলেও চলব।

পিটারবার্গ, ২৫ জুন ২০১৯

ভেজিটেরিয়ান

কনফারেন্স মানেই পুরোনো বন্ধুদের সাথে দেখা, নতুন বন্ধুত্ব করা। উপস্থিত অনেককেই আমরা চিনি কাজের ভেতর দিয়ে। নিজেদের পেপারে তাদের কাজ রেফার করে। আজ আলাপ হল প্রফেসর বেসামের সাথে। নাম জানতাম। দক্ষিণ আফ্রিকার। আমার ধারণা ছিল সাদা চামড়ার। উনি নিজেই এসে আমার ব্যাজ দেখে বললেন প্রফেসর সাহা আমি বেসাম। আলাপ হল অনেকক্ষণ। তবে কাজকর্ম নিয়ে। পরে রিসেপশন পার্টিতে আবার দেখা। এগিয়ে এসে বললেন আমি ভেজিটেরিয়ান। কি খাব একটু বলে দাও। ফল ছিল বিভিন্ন। ছিল বিভিন্ন পিঠা জাতীয় খাবার। আমি টেস্ট করি। মাংস না থাকলে ওঁকে নিতে বলি। এরমধ্যে জানলাম ও আসলে ভীষ্ম। হয়েছে বিষাম। অনিল বিষাম। ওঁর জন্য খাবার টেস্ট করতে করতে আমার পেট অনেক আগেই ভরে গেছে। কী আর করা। বললাম ওয়াইনগুলো কিন্তু ভেজ। হো হো করে হেসে উঠলো ও। পেট ভরেছিল কিনা জানি না তবে মজা পেয়েছিল।

পিটারবার্গ, ২৪ জুন ২০১৯

কান

খাইছে।
কে আইছে?
কেউ আসে নাই। খাইছে।
ও তাই কও । খ আইছে। তা বসতে দাও ওরে।
কইলাম তো কেউ আসে নাই। তোমার মাথা খাইছে। আমারও।

পিটারবার্গ, ২৪ জুন ২০১৯

করুণ

ব্যবস্থা হোল?
ব্যবস্থা করুন।
সে তো করতে পারব না।
না না করার দরকার নেই। বলছি কি ব্যবস্থা করুণ।

পিটারবার্গ, ২৪ জুন ২০১৯

Sunday, June 23, 2019

শ্রেণী

যাই বলেন এবারের বাজেট কিন্তু ফার্স্ট ক্লাস হয়েছে।
বাজে বকবেন না। প্রথম শ্রেণী আবার কি? শ্রেণীহীন বাজেট করুন।

সাংক্ত পিতারবুর্গ, ২৪ জুন ২০১৯

যাত্রা

১৯৯৪ সালে জুলাই মাসে তপু এসেছিল মস্কো বেড়াতে। মনিকার জন্মের সপ্তাহ দুয়েক আগে। তখন শেষবার পিটারবার্গ যাই। ২৫ বছর পর আবার সে পথে

মস্কো, ২৪ জুন ২০১৯


আমলা

দেখে শুনে মনে হয়
আমলা হয়েছে আমলা
ব্যাট বল রান
আর নয় কোন মামলা

মস্কো, ২৩ জুন ২০১৯



যাত্রা


দেশ বিদেশের রাজনৈতিক দলগুলোকে দেখলে আমার যাত্রার দলের কথা মনে হয়। এখানে নায়ক আছে, নায়িকা আছে, ভিলেন আছে, রাজা বাদশাহ আছে, এমন কী দুঃখে কষ্টে জর্জরিত সাধারণ মানুষ পর্যন্ত আছে। আসলে কী নেই এখানে? যাত্রার পালায় অবশ্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বাব বার জয়ী হয়, কিন্তু জীবন তো আর নাটক নয়!
দুবনা, ২৩ জুন ২০১৯




Saturday, June 22, 2019

ভল্গায় সূর্য ডুবি


আমি সূর্যাস্ত প্রায়ই মিস করি অফিসে বা বাসায় কম্পিউটারের সামনে বসে। বউ এ সময় প্রায়ই তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাঁটতে যায়। সেরকম কিছু দেখলেই ফোন করে। আজও ফোন এলো। অনেক ধস্তাধস্তির পর আলসেমিকে হার মানিয়ে ক্যামেরা নিয়ে বেরুলাম। আকাশে আগুন। চিতার আগুনে ভস্ম হল সূর্যের তেজ। নিজে তো পুড়লই, আকাশটাকেও জ্বালিয়ে দিয়ে গেল।
দুবনা, ২২ জুন ২০১৯





লিপা

প্রায়ই মিস করছিলাম। ভল্গা থেকে সাঁতার কেটে ফেরার পথে দেখি লিপা ফুটেছে। ওদের কয়েকজনকে আমার ভালোলাগার বলী হতে হল
দুবনা, ২২ জুন ২০১৯






মানুষ

যদি মানুষের পর্যায়ক্রমিক সারণী থাকতো, তাহলে মধ্যবিত্তের অধিকাংশ হত হিলিয়াম, আর্গনের মত নিষ্ক্রিয় এলিমেন্ট আর রাজনীতিবিদরা অক্সাইড
দুবনা, ২২ জুন ২০১৯ 







Friday, June 21, 2019

ইচ্ছে

আজ সকালে ভল্গা থেকে সাঁতার কেটে আসার পথে একটা ৎসেকরি তুলে আনলাম ছবি তুলব বলে। দুপুরের খাবার হিসেবে আপেল ধুতে ধুতে ওর শেষ ইচ্ছে জানতে চাইলে ছবিতে একটা স্মৃতি রাখতে বলল।
দুবনা, ২১ জুন ২০১৯








Thursday, June 20, 2019

আশা


আশা শুধু আসা যাওয়া করে 
আষাঢ় বাদলে ভিজে ভিজে 
অসার কোন এক স্বপ্নের ঘোরে 
আশা শুধু আশা দেয় নিজেকেই নিজে 

দুবনা, ২০ জুন ২০১৯ 

















এক

মহাশূন্য কি? শূন্যের পর শূন্য, তারপর শূন্য, তারপর শূন্য, তারপর ... এটা বিলিয়ন বিলিয়ন হত, যদি কোথাও এক খুঁজে পাওয়া যেত! দুবনা, ২০ জুন ২০১৯


Monday, June 17, 2019

বিচার

বালিশের ক্রেতা
ছিল নাকি সে অন্য দলের নেতা
একথা জাগায় আশার আলো
বিরোধীরাও দেশে এখন পায় চাকরি ভালো
করেছে বালিশ নাকি চুরি
অবশ্য পক্ষের লোক সেটা করে ভুরি ভুরি 
তবে কি এবার হবে বিচার?
বিচারের দেশে ফেরা আজ বড়ই দরকার
বালিশ কম্বল ব্যাংক চোরে ভরে গেছে দেশ
বিচারটা শুরু তবু হোক শেষমেশ।

দুবনা, ১৭ জুন ২০১৯






হাই


হাই সাহেবকে হাই হিল পড়ে হাই তুলতে দেখে এক ভদ্রলোক হাই বলাতে বেচারা এতটাই লো হয়ে গেলেন যে এরপর তিন দিন হাই প্রেসারে ভুগলেন।  

দুবনা, ১৭ জুন ২০১৯




ক্ষত

লোকটাকে দুর্বৃত্তরা এমন মার মেরেছে যে তার ক্ষতগুলো আজ এতদিন পরেও অক্ষত রয়েছে।


দুবনা, ১৭ জুন ২০১৯ 



Sunday, June 16, 2019

বাবা


বাপরে বাপ দিবসটা আজ বাবার
বছর ঘুরে এসেছে ফিরে আবার
জীবিত মৃত বাবারা সব চোখের সামনে ভাসে
গানে কবিতায় ছবিতে তারা মিছিল করে আসে
আমরা যারা নিজেরা বাবা সেজেছি আজ সন্তান
পুরনো স্মৃতির খাতায় করি নিজের বাবার সন্ধান
বাবার কোলে মাথা রেখে ঘুমের করি ভান
সংসারের এই ঘানি থেকে চাই ক্ষণিক পরিত্রাণ
কখনও আবার বাবার সাথে পাশাপাশি পথ চলি
মন খুলে তাঁকে সাফল্য আর ব্যর্থতার কথা বলি
বাবার জন্যে ভাবে ভাবনায় দিনটা গেল চলি
মনে মনে তবু বাবার সাথেই দিনরাত কথা বলি।    

দুবনা, ১৬ জুন ২০১৯  


Saturday, June 15, 2019

বাবা দিবস

বাবায় বাবায় ভরে গেছে আজ ফেসবুক
ফেসবুক নয় আজ সে হয়েছে বাবাবুক
বুক দিয়ে বাবা আগলে রাখে তার শিশুটি
বাবা আজ মূর্ত মানুষ বাবা নয় শুধু স্মৃতিটি

দুবনা, ১৬ জুন ২০১৯



আষাঢ়

বৃষ্টির শোকে আষাঢ় অসার
মেঘেরা ঘুমের দেশে
বর্ষাকে কেউ দেখেনি কখনো
এই আলুথালু বেশে

মস্কো, ১৫ জুন ২০১৯


হাসিকান্নার বাজেট

হাসেন কেন?
কই হাসি না তো।
কাঁদেন কেন?
কই কাঁদি না তো।
করেন কি তাহলে?
হাসিকান্নার বাজেট দেখে হাসব না কাঁদব তাই বুঝতে পারছি না।

মস্কো, ১৫ জুন ২০১৯


Friday, June 14, 2019

জয়

বাজেট নিয়ে কিছু ভাবছেন?
বাজেটের নেই জেট, বাজে তাই এ বাজেট।
বলেন কি?
ধরেনি দারিদ্র্য কর, না আছে ব্যয় কর।
এ কি কথা?
হক কথা। দারিদ্র্য কর মানুষকে বেশি বেশি আয় করতে উদ্বুদ্ধ করত আর ব্যয় কর মানুষকে মিতব্যয়ী হতে শেখাত।
আইডিয়াটা মন্দ নয়।
জয় হাসিকান্না বাজেটের জয়।

মস্কো, ১৪ জুন ২০১৯


Thursday, June 13, 2019

ধন

বাজেট উনিশ
সবারে করেছে ধনী
কে কোন পেয়েছে ধন
তা ভেবে প্রমাদ গণি 
 
দুবনা, ১৪ জুন ২০১৯  



দম বন্ধ

ইস, কথাটা গলায় আটকে গেল! এখন দমটা আটকালে না হয়! কি মুস্কিল? 

দুবনা, ১৪ জুন ২০১৯ 


Wednesday, June 12, 2019

নিত্যতার সূত্র

অর্থমন্ত্রী আয়ের বৈষম্য বাড়িয়ে একদিকে পুঁজিবাদ কায়েম করছেন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে নিরাপত্তাহীন করে সাম্যবাদ কায়েম করছেন।

দুবনা, ১২ জুন ২০১৯


লোভ

পদের লোভে পড়িয়া তিনি আপাদমস্তক বিপদে জড়াইয়া পড়িলেন।

দুবনা, ১২ জুন ২০১৯ 



Tuesday, June 11, 2019

আপদ

মন্ত্রী চ্যালা পুলিশ ডাকাত কর্মী আর নেতা 
আমলা হুজুর বিচারক মোল্লা  হোথা হেথা
ছড়িয়ে ছিটিয়ে আছে দেখ লক্ষ কোটি পদ 
পদ নয় - পদে পদে এসব আপদ আর বিপদ।

দুবনা, ১২ জুন ২০১৯




বিপদ

যে রাজনীতিতে  নাগরিকগন নন নিরাপদ
সে রাজনীতিই দেশের জন্য সবচেয়ে বড় বিপদ

দুবনা, ১২ জুন ২০১৯


সাধ

জামাইষষ্ঠীর সাথে বৌষষ্ঠীর আয়োজন খারাপ কিছু নয় যদি না অতি উৎসাহীরা সন্তান সম্ভবা বৌদের সাথে সাথে জামাইদের জন্যও সাধের আয়োজনের দাবী করে বসে। 

মস্কো, ১১ জুন ২০১৯


চাঁদ

আরে চান্দু, চাঁদ দেখার জন্য আধুনিক যন্ত্র আনার আগে নিজেদের মনকে আধুনিক, বিজ্ঞান মনষ্ক করতে হয়।

মস্কো, ১১ জুন ২০১৯


বিজ্ঞের পণ

বিজ্ঞেরা পণ করেছে
করবে তারা ভুল
বিজ্ঞাপনের ভাষা নিয়ে
পড়বে হুলস্থুল 

মস্কো, ১১ জুন ২০১৯


Monday, June 10, 2019

নিয়মিত অনিয়ম

আমাদের দেশে অনিময়গুলো আজকাল এতো নিয়মিতভাবে ঘটছে যে ব্যাকরণে নিপাতনে সিদ্ধের সংজ্ঞা বদলানোর দরকার হয়ে পড়েছে।

মস্কো, ১১ জুন ২০১৯



March

He left the left.
Does he join the right?
That's right.
Is it right?
Left is never right.
But right might be wrong.
That is why he's marching on
Left-right, left-right, left.

Moscow, 11 June 2019



ইট

ইট যেমন দালান গড়ে তোলে তেমনি করেই প্রতিটি মানুষ, তাদের নাগরিক অধিকার গড়ে তোলে বৃহত্তর সমাজ, রাষ্ট্র। ইটগুলো খসে পড়তে থাকলে দালান ভেঙে পড়ে। মানুষ ধর্ষিত হলে, মানুষের বাড়িঘর, সহায় সম্পত্তি বেদখল হলে শুধু এই মানুষগুলোই তা হারায় না, সমাজ হারায় আইন শৃঙ্খলা, রাষ্ট্র হারায় মেরুদণ্ড, একটু একটু করে দেশ পরিণত হয় ব্যর্থ রাষ্ট্রে। 

মস্কো, ১০ জুন ২০১৯



Left or right

A left politician left the left spectrum to join the right one, was he right?

Moscow, 10 June 2019


প্রশ্ন

হত যদি মৃত হয়
হতচ্ছাড়া কেন অমর নয়?

মস্কো, ১০ জুন ২০১৯



Sunday, June 9, 2019

ক্ল্যাসিক্যাল

বিচ্ছিন্ন দুর্ঘটনাগুলো নিরবিচ্ছিন্ন ভাবে ঘটে যাচ্ছে - ট্র্যাজেডিটা এখানেই।

মস্কো, ১০ জুন ২০১৯


কৃষক

আগে পাটকে বলা হত সোনালী আঁশ, আর দেশে তো সোনার ধান ফলে। তাই সোনা-রুপার ব্যাবসায়ীরা যদি কৃষক লীগ করে এতে অবাক হবার কি আছে? 

দুবনা, ০৯ জুন ২০১৯ 

Saturday, June 8, 2019

গরম


গরম গরম গরম এখন
কড়াই থেকে তোলা
গরমের গরম প্রেমে
সবাই আজ মন ভোলা
গরমের আলিঙ্গন সে
আগুন দিয়ে তৈরি
শীতের দেশেও বন্ধু সে নয়
গরম বড়ই বৈরী 
কেউবা বসে গাছের ছায়ায়
কেউবা পোহায় রোদ
কেউবা আবার সাঁতার কাটে
করতে গরম রোধ

দুবনা, ০৮ জুন ২০১৯  
 


বানান

দেশের বিভিন্ন বিজ্ঞাপন প্রায়ই হাসির খোরাক যোগায়। হাজার বানান ভুল, কিন্তু ভাড়া বানান কখনও ভুল করে না। জাতে মাতাল তালে ঠিক। 

দুবনা, ০৮ জুন ২০১৯  




Thursday, June 6, 2019

মাথাপিছু - মাথার পিছে

সরকার বলে আমাদের মাথাপিছু আয় বাড়ছে, অথচ আমরা গরীবই রয়ে গেলাম। ভেল্কিটা কোথায়?
কোন ভেল্কি নেই। মাথাপিছু আয় মানে মাথার পেছনে আয় - দৃষ্টির অগোচরে। যারা সেটা দেখতে পায় তারা ভালই আছে, আর সাধারণ মানুষ, যাদের পেছন দিয়ে এসব আয়ের টাকা বাতাসে ওড়ে তাদের জন্য যা বায়ান্ন তাই তিপান্ন।
কিন্তু সরকার যে বলে?
সরকারের কাজ বলা, মানুষের কাজ ভালো থাকার ভান করা। তাতে মানসম্মানও বাঁচে আবার কেউ অখুশিও হয় না।

দুবনা, ০৬ জুন ২০১৯



Wednesday, June 5, 2019

চাঁদ রহস্য


বাঙ্গালির জীবনে চাঁদ সব সময়ই রহস্যময়ী। যদিও বিপ্লবী কবি পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির সাথে তুলনা করেন, অধিকাংশ কবিই চাঁদে খোঁজেন প্রিয়ার মুখ – চাঁদ বদন। চাঁদের কলঙ্ক নিয়েও কম লেখালেখি হয়নি। তবে মানুষের চাঁদে ভ্রমনের পর থেকে রহস্য ক্রমেই দূর হতে থাকে। কিন্তু চাঁদ তো আর ছেড়ে দেবার পাত্র নয়, তাই সুযোগ পেলেই নিজ মহিমায় উদ্ভাসিত হয় বাংলার উর্বর ভূমিতে। অনেক দিন ঘাপটি মেরে থাকার পর কয়েক বছর আগে চাঁদ আবার খবরে আসে যুদ্ধাপরাধীদের বিচারের সময়। তবে সর্বশেষ তার আবির্ভাব ঘটে রহস্যজনক ভাবে অন্তর্ধানের পরে। খবরে প্রকাশ চাঁদ বেচারা কাউকে কিছু না বলেই, দেশের সমস্ত মন্ত্রী মিনিস্টার আর তাদের টেলিস্কোপ, স্যাটেলাইট সবাইকে ফাঁকি দিয়ে আকাশ থেকে হঠাৎই উধাও হয়ে যান। এ নিয়ে অবশ্য নানা মুনির নানা মত। কেউ কেউ বলছে আড়ং-এ ঈদের বাজার করতে গিয়ে উনি সর্বস্বান্ত হয়ে মনের দুঃখে বনে পালান। কেউ কেউ বলেন উনি ক্রস ফায়ারে পড়েছিলেন। কেউ কেউ ঢাকা কেন্দ্রীয় কারাগারে চাঁদকে বন্দী অবস্থায় দেখেছেন বলে দাবি করেন। আবার কারো মতে ট্র্যাফিক জ্যামে আটকা পড়ে তার শকট। যেহেতু ঈদের আগে ট্রেন, বাস, লঞ্চ কোথাও তিল ধারণের জায়গা নেই, অগত্যা তিনি পায়ে হেঁটে ঢাকা রউনা হন। সর্বশেষ খবরে জানা গেছে মন্ত্রীর হুকুমে সাড়া দিয়ে তিনি মধ্যরাতে তার বাসায় উপস্থিত হয়েছেন, শধু তাই নয় এই প্রতিযোগিতায় তিনি চিরশত্রু সূর্যকে হারিয়ে দিয়েছেন। পুরস্কার স্বরূপ সারা দেশে আজ ঈদ উৎসব পালন করার জন্য ঘোষণা দিয়েছে সরকার। 

দুবনা, ০৫ জুন ২০১৯