দেশে দেশে সন্ত্রাসবাদীরা অসুস্থ, নারী আর শিশুদের জিম্মি রেখে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটার জন্য। দেশে কী সরকারী কী বিরোধী সব দল স্কুলের বাচ্চাদের যেভাবে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যবহার করতে ওঠে পড়ে লেগেছেন, তা দেখে মনে হচ্ছে পুরো দেশটাই সন্ত্রাসীতে ভরে গেছে। নিজেদের সন্তানদের কথা ভেবে কী সরকার, কী বিরোধী দল, কী অভিভাবক সবার উচিত আলোচনার টেবিলে বসা। শিশুদের যে দাবী সেটা কোন দল বা পক্ষের নয়, সেটা দেশের দাবী, জাতির দাবী। এ দাবী পূরণ হলে সবাই লাভবান হবে। লাভবান হবে বাংলাদেশ।
দিশেহারা সন্তান পিচঢালা রাস্তায়
কাদা ছোড়াছুঁড়ির সময় শেষ
ঠাণ্ডা মাথায় ভাবুন সবাই
কিভাবে গড়বেন বাংলাদেশ
No comments:
Post a Comment