মন্ত্রী মানে বিপদ আপদ
মন্ত্রী মানে হাঙ্গামা
নিজের গদি ঠিক রাখতে
ওরা লাগায় দাঙ্গা মা
আমরা বলি আর কিছু নয়
নিরাপদ এক রাস্তা চাই
কে আমাদের পথ দেখাবে
কেউ কি আমায় বলবে ভাই
চারিদিকে হাজারটা পথ
পথ নিয়ে সব মতবিরোধ
পথই যদি বিপদ আনে
এ আপদ কে করবে রোধ
মাতৃভাষা স্বাধীনতা
এসব চেয়েই জীবন পাড়
এখন আমার নতুন দাবী
ফিরিয়ে দাও ন্যায় বিচার।
No comments:
Post a Comment