Friday, August 3, 2018

আবদার

কিছুক্ষন আগে ক্রিস্টিনার এস এম এস এলো।
"পাপা হাজার তিনেক রুবল পাঠাতে পারবে?"
সেভা হলে লিখত
"পাপা, তিন হাজার রুবল পাঠাও কার্ডে।"
মনিকা আর আন্তনও ক্রিস্টিনার মতই লেখে। আমি সাধারনত চেষ্টা করি ওদের না না করতে। ভেবে দেখলাম, সেভাকে না করা যত সহজ ওদের ঠিক তত সহজ নয়। বাবা মা পারবে এই আশা নিয়েই ছেলেমেয়েরা আবদার করে। তাই "পারব না" বলাটা সত্যিই কঠিন, বিশেষ করে নিজের ছেলেমেয়েদের।

দুবনা, ০৩ আগস্ট ২০১৮ 

No comments:

Post a Comment