Wednesday, August 29, 2018

নজরুল

আমি সাধারণত প্ল্যান করে কিছু লিখি না, মন থেকে আসলে ওটা তুকে রাখি। কখনও কাগজে, কখনও স্মার্টফোনে রেকর্ড করে। গত মাসের শেষের দিকে গ্রাম থেকে বার্তা এল, কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে একটা স্মরনিকা বের করব। তোমাকে একটা লেখা দিতে হবে। আমি যথারীতি বললাম, ওভাবে তো লিখি না, তবুও চেষ্টা করব। তখনই লেখা মানে ২৮ জুলাই ২০১৮। আজ কবির মৃত্যুদিনে বন্ধুদের জন্য দিচ্ছি।

নজরুল

ছিল না তার সোনার চামচ বই খাতা আর স্কুল
মাথায় ছিল কৃষ্ণবর্ণ ঝাঁকড়া ঝাঁকড়া চুল
আসানসোলের দোকান ঘরে বেলতে গিয়ে রুটি
চোখের সামনে উঠত ফুটে অক্ষর গুটি গুটি
অন্যায় দেখে জ্বলে উঠেছিল ঘৃণা বিদ্বেষ ক্রোধ
কার সাধ্য প্রতিবাদ তার করবে আজকে রোধ
ধর্মের নামে মানুষে মানুষে খুনোখুনি বেধে গেলে
শাসনের নামে গরীবের’পরে শোষণ নেমে এলে
শেকল ভাঙ্গার ডাক দিয়ে যান আমাদের বুলবুল
বিদ্রোহী তিনি বিপ্লবী তিনি - তিনি কাজী নজরুল।

দুবনা, ২৮ জুলাই ২০১৮


দুবনা, ২৯ আগস্ট ২০১৮

No comments:

Post a Comment