Friday, August 31, 2018

লোকলজ্জা

মূল্যের কোন বোধ নেই, বোধেরও কোন মূল্য নেই। তারপরও শুধু লোকলজ্জার ভয়ে ওদের সংসার টিকে আছে।

দুবনা, ০১ আগস্ট ২০১৮ 

বিদায় গ্রীষ্ম বিদায়

কিছুক্ষন আগে দীর্ঘ তিন মাস প্রচণ্ড জ্বরে ভুগে গ্রীষ্ম দেহত্যাগ করেছে। বিশ্ববাসীকে সান্ত্বনা দিতে শরত এসেছে রঙের ডালি নিয়ে। 

দুবনা, ০১ সেপ্টেম্বর ২০১৮

দাবি

আজ আমার একটাই দাবি
"কিচ্ছু চাই না"।

দুবনা, ৩১ আগস্ট ২০১৮

Thursday, August 30, 2018

ভাবনা

আপনি যা কিছু বলেন সব আপনার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এর পরেও কি বলবেন আপনি পুলিশের হেফাজতে নেই? 

দুবনা, ৩০ আগস্ট ২০১৮ 

সমস্যা

সমস্যা থাকাটা সমস্যা বটে তবে সমস্যা না থাকাটা আরও বড় সমস্যা। ওর সাথে একটা অনিশ্চয়তা উড়ে এসে জুড়ে বসে। 

দুবনা, ৩০ আগস্ট ২০১৮ 

Wednesday, August 29, 2018

যাঁতাকল

চেতনা আর অনুভূতির লেপতোষকে শান্তিতে ঘুমনোই বুদ্ধিমানের কাজ, নইলে ওরা যাঁতাকলের রুপ নিতে পারে। 

দুবনা, ৩০ আগস্ট ২০১৮ 

শুন্য

আমার ঘরবাড়ি, মাথা এমনকি মহাবিশ্ব শুধু শূন্য দিয়ে ভরা। এখন শুধু একটা একের খোঁজে পথ চলা।

দুবনা, ২৯ আগস্ট ২০১৮

প্রশ্ন

"মাতৃভূমিতে থাকুন আত্মবিশ্বাস নিয়ে" এটা আদেশ, অনুরোধ, আশাবাদ নাকি আশ্বাস?

দুবনা, ২৯ আগস্ট ২০১৮ 

নজরুল

আমি সাধারণত প্ল্যান করে কিছু লিখি না, মন থেকে আসলে ওটা তুকে রাখি। কখনও কাগজে, কখনও স্মার্টফোনে রেকর্ড করে। গত মাসের শেষের দিকে গ্রাম থেকে বার্তা এল, কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে একটা স্মরনিকা বের করব। তোমাকে একটা লেখা দিতে হবে। আমি যথারীতি বললাম, ওভাবে তো লিখি না, তবুও চেষ্টা করব। তখনই লেখা মানে ২৮ জুলাই ২০১৮। আজ কবির মৃত্যুদিনে বন্ধুদের জন্য দিচ্ছি।

নজরুল

ছিল না তার সোনার চামচ বই খাতা আর স্কুল
মাথায় ছিল কৃষ্ণবর্ণ ঝাঁকড়া ঝাঁকড়া চুল
আসানসোলের দোকান ঘরে বেলতে গিয়ে রুটি
চোখের সামনে উঠত ফুটে অক্ষর গুটি গুটি
অন্যায় দেখে জ্বলে উঠেছিল ঘৃণা বিদ্বেষ ক্রোধ
কার সাধ্য প্রতিবাদ তার করবে আজকে রোধ
ধর্মের নামে মানুষে মানুষে খুনোখুনি বেধে গেলে
শাসনের নামে গরীবের’পরে শোষণ নেমে এলে
শেকল ভাঙ্গার ডাক দিয়ে যান আমাদের বুলবুল
বিদ্রোহী তিনি বিপ্লবী তিনি - তিনি কাজী নজরুল।

দুবনা, ২৮ জুলাই ২০১৮


দুবনা, ২৯ আগস্ট ২০১৮

Tuesday, August 28, 2018

দমকল

কি যে বলবো ভাই দম একেবারে বন্ধ হয়ে আসছে।
তাই? আপনার অতি সত্ত্বর একটা দমকল কেনা দরকার।


দুবনা, ২৮ আগস্ট ২০১৮

আফসোস

অন্যদেরকে বলতে বলতে মানুষ আজকাল নিজের সাথে কথা বলতে ভুলে গেছে। কী মূল্যবান শ্রোতাই না হারালো।

দুবনা, ২৮ আগস্ট ২০১৮

ছবি তোলা

- তুমি এমন ছবি তোল কিভাবে?
- চোখ বন্ধ করে। চোখ খুলে তো আর অন্ধকারের রং দেখা যায় না! 
 
দুবনা, ২৮ আগস্ট ২০১৮ 

গান

কিছু কিছু গান gun এর মত হৃদয় ভেদ করে। সেটা কাউকে মেরেও ফেলতে পারে আবার চাঙ্গা করে তুলতেও পারে। 

দুবনা, ২৮ আগস্ট ২০১৮ 

সংবাদ

সংবাদ পড়ে বা দেখে আজকাল প্রায়ই মনে হয় এরা হয় সঙ বাদী নয়তো সং (song) বাদী। প্রমোদন বলে কথা।

দুবনা, ২৮ আগস্ট ২০১৮ 

Monday, August 27, 2018

কথা

দেওয়া আর রাখা অনেকটাই পরস্পর বিরোধী কাজ। তাই হয়তো কথা দিয়ে কথা রাখা এত কঠিন।

দুবনা, ২৭ আগস্ট ২০১৮

সন্দেহ

আমরা আজকাল এমনকি নিজেদেরকেও সন্দেহ করতে শুরু করেছি। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই "আমি না, আমি না" বলে চিৎকার করি। 

দুবনা, ২৭ আগস্ট ২০১৮ 

বড়ভাই

প্রশ্ন করো না। আমাদের লেখায়, কথায় আর কাজে বিশ্বাস রাখ।  জ্ঞানের আগুনে পুড়বে তো না ই বরং শান্তিতে ঘুমানোর সুযোগ পাবে। জীবদ্দশায়।

দুবনা, ২৭ আগস্ট ২০১৮ 

Sunday, August 26, 2018

গন্ধ

লোকে বলে তার নাকি দুই চোখ অন্ধ চলাফেরা করে শুঁকে ক্ষমতার গন্ধ দুবনা, ২৭ আগস্ট ২০১৮

অন্ধপ্রান

ধর্মান্ধ মানুষের চাপে ধর্মপ্রাণ মানুষ আজ বিলুপ্ত প্রায়। সেটা আদর্শ, দল ইত্যাদির ক্ষেত্রেও সমান ভাবে সত্য।

দুবনা, ২৬ আগস্ট ২০১৮

উপমহাদেশ

আমাকে উপদেশ দেবে না।
কী যে বল। তোমাকে উপদেশ কেন মহাদেশ দিলেও কোন লাভ হবে না।

দুবনা, ২৬ আগস্ট ২০১৮

Saturday, August 25, 2018

স্বার্থান্ধ

আজ যারা আপনার অন্ধ ভক্ত কাল তারা অন্যের সাথে চলবে। এরা স্বার্থান্ধ। এদের এড়িয়ে চলুন।

দুবনা, ২৫ আগস্ট ২০১৮ 


ভক্তি

ভক্তির বন্যায় বিবেক
যায় মারা
বার বার সমাজ হয়
অভিভাবক হারা

দুবনা, ২৫ আগস্ট ২০১৮

Friday, August 24, 2018

জাত

সবচেয়ে স্বচ্ছ জাত হল বজ্জাত। ওরা অন্তত নামের আড়ালে পাপ লুকোয় না।

মস্কো, ২৪ আগস্ট ২০১৮ 

দুর্ভাবনা


কেন যেন মনে হচ্ছে, যদি বলি "সদা সত্য কথা বলিও" ফেসবুকের অনেকেই মনে করবে আমি তাদের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ করছি। অথচ তারা যে মিথ্যাবাদী সেটা আমি জানতামই না। একেই বলে চোরের মন পুলিশ পুলিশ।

মস্কো, ২৪ আগস্ট ২০১৮



ইজমের যম

ইজমের সাথে যম শব্দটা তো এমনি এমনি আসেনি। যেখানেই ইজমের বাড়াবাড়ি সেখানেই যম লাগায় মারামারি। এক দুই নয়, মরে  কিন্তু লাখে লাখে - আনাচে কানাচে, মাঠে ঘাটে নদীর বাঁকে বাঁকে

মস্কো, ২৪ আগস্ট ২০১৮ 



প্যাঁচাল

গরুর দুই শিং
শিং মাছের দাঁড়ি
হাত দিয়ে হাতিরা
করে না মারামারি


মস্কো, ২৩ আগস্ট ২০১৮

Thursday, August 23, 2018

জনগণ

বলী দিন বা  জবাই করুন পশুটা কিন্তু রিসিভিং এন্ডেই থাকে। কোন দল কোন আদর্শ নিয়ে শোষণ করে তাতে জনগনের ভাগ্যের উনিশ বিশ ঘটে না।

দুবনা, ২৩ আগস্ট ২০১৮

বিভ্রম

আমাদের সমস্যা হল, আমরা প্রায়ই ভুলে যাই যে আমাদের নাকের ডগার ওপারেও বিশাল এক বিশ্ব আছে, যেখানে অন্য রকম ভাবে, অন্য পথে চলে। 

দুবনা, ২৩ আগস্ট ২০১৮ 

উগ্রবাদ

তা তুমি যে বাদীই হও না কেন, যতক্ষন না অন্য বাদের প্রতি সহনশীল বা পরমতসহিষ্ণু হতে পারছ, নিরপেক্ষ বিচারে তুমি উগ্রবাদীই হবে। 

দুবনা, ২৩ আগস্ট ২০১৮ 

Wednesday, August 22, 2018

অর্থ

আচ্ছা, আপনি ধর্ম কর্ম করেন, আবার ঘুষ খান - এটা কেমন কথা?
এতো সোজা কথা। ধর্ম বলে জীবনকে অর্থময় করে তুলতে। আমি তো তাই করছি। 
 
দুবনা, ২২ আগস্ট ২০১৮ 

ট্যাক্স

অসংখ্য ধন্যবাদ।
ভাই সংখ্যাটা বলবেন? আমার আয় বলতে শুধু ধন্যবাদ। ট্যাক্স অফিসে আবার সংখ্যা ছাড়া ডিক্লেয়ারেশন নেয় না।

দুবনা, ২২ আগস্ট ২০১৮

Tuesday, August 21, 2018

ভাবনা

মন খারাপ কেন?
এত দিন পরে মাছ ধরতে গিয়ে খালি হাতে ফিরছি তাই।
"কত বড় মাছরে বাবা, বড়শিটা পর্যন্ত গিলে ফেললো" ভাবতে ভাবতে চললো পথিক। 
দুবনা, ২২ আগস্ট ২০১৮ 

সত্য

শহীদ মিনার বা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিলেই যেমন কেউ দেশপ্রেমিক হয়না, তেমনি ঈদ বা পুজা করলেই কেউ ধার্মিক হয়ে যায় না। 

দুবনা, ২১ আগস্ট ২০১৮ 

দাবী

সরকারি কর্মচারীদের সরকারি মাল হিসেবে গন্য করা হোক। দরিয়ার ব্যাপারটা জনগনের উপর ছেড়ে দেওয়া হোক।

দুবনা, ২১ আগস্ট ২০১৮

বাদ

মার্ক্সবাদ, লেনিনবাদ, মুজিববাদ, গান্ধীবাদ, পুঁজিবাদ সববাদ বাদ দিয়ে আসুন সবাই ধন্যবাদ করি।

দুবনা, ২১ আগস্ট ২০১৮ 

Monday, August 20, 2018

Irony

Even with good health, well dress and handsome look you may be very very poor if you are happen to be an ox on the Eid day.

Dubna, 21 August 2018 

প্রশ্ন

আইচ্ছা ভাই, কনতো হে আমায় এতো আদরযত্ন কইর‍্যা খাওইয়ালো সারা বছর, আর এহন কিনা কুরবানী দিব। আমি কি দোষটা করছি?
আরে ব্যাটা তুই কি সাধে গরু হইচস? খাইয়া দোষ করচস, বুঝলি, খাইয়া। যদি বছর ভর অনশন করতি তইলে আর তরে এখন বেঘরে প্রাণ দিতে হইত না।

দুবনা, ২০ আগস্ট ২০১৮ 
 
 
 

Sunday, August 19, 2018

নিরাপত্তা

আওয়ামীপন্থী একজন ইনবক্সে লিখেছে 'নিরাপদ নদী চাই।' হুম, নৌকা তো রাস্তায় চলে না - ভাবলাম আমি।

দুবনা,১৯ আগস্ট ২০১৮

ভেজাল

ভেজালে ভেজাল দিয়ে ভেজাল পাকাবেন না।

দুবনা,১৯ আগস্ট ২০১৮

হাত

কাজের হাত হাতের কাজ ফেলে রাখে না।
চিন্তাশীল মাথায় শয়তান বাসা বাঁধে না।

দুবনা, ১৯ আগস্ট ২০১৮

উত্তর

তোমার দেখছি খেয়েদেয়ে কোন কাজ নেই।
একদম ঠিক। খাই তো শুধু রাতের বেলা। কাজ করি খাওয়ার আগে, আর খেয়ে শুধুই ঘুমাই। 
দুবনা, ১৯ আগস্ট ২০১৮ 

গড ও ফাদার

গড ফাদারে ভরে গেছে পৃথিবী আর ওদের ভয়ে পালিয়ে গেছে গড। রাজ্যে রাজ্যে তাইতো এত অরাজকতা। 

দুবনা, ১৯ আগস্ট ২০১৮

গরুগাথা

গরুরা জীবন দিয়ে মানুষের ঈদ আনন্দময় করে তোলে। মানুষ কী গরুদের আত্মত্যাগ মনে রাখে? 
 
দুবনা, ১৯ আগস্ট ২০১৮ 

Saturday, August 18, 2018

কথা

চুপ করে বসে আছেন যে! কিছু একটা বলেন।
কি বলবো?
যা খুশি।
সযভফদহফহকঝকবমভফস্ফাভদফগদ্গভ। এবার খুশি তো?
 
দুবনা, ১৯ আগস্ট ২০১৮ 

সামন্ততন্ত্র

আমাদের রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বী নয় শত্রু - যেন এক দেশের রাজা আরেক দেশের রাজাকে হত্যা করে ক্ষমতায় আসছে। 
 
দুবনা, ১৮ আগস্ট ২০১৮ 

Friday, August 17, 2018

আধুনিক শিক্ষা

আগে শিক্ষা মানুষকে জ্ঞানী করত, এখন ধূর্ত করে। ছলে, বলে, কৌশলে নিজের স্বার্থ উদ্ধার করতে শেখায়।

দুবনা, ১৭ আগস্ট ২০১৮

গণতন্ত্র

আমাদের গণতন্ত্র সবচেয়ে গণতান্ত্রিক, কেননা এখানে গণতন্ত্রের সংজ্ঞা যার যার তার তার - তেত্রিশ কোটি দেবতার মত।

দুবনা, ১৭ আগস্ট ২০১৮

Thursday, August 16, 2018

ভুল

তোমার লেখায় এতো বানান ভুল হয় কেন?
সেটা জান না। আমি অন্যের লেখা পড়ি আর নিজের লেখা লিখি। না পড়লে ভুল ধরব কিভাবে? 
 
দুবনা, ১৬ আগস্ট ২০১৮ 

Tuesday, August 14, 2018

এ্যালার্জি

আমার অনেক কিছুতেই এ্যালার্জি আছে কিন্তু অসুখে নেই। থাকলে কী মজাটাই না হত।

দুবনা, ১৪ আগস্ট ২০১৮

কথা লেখা

কেমন আছেন?
প্রচণ্ড ভালো। আসলে ভালো থাকাই আমার পেশা আর নেশা।
কোন সমস্যা নাই?
আমার আবার সমস্যা কী? আমি নিজেই তো এক মহা সমস্যা!

দুবনা, ১৪ আগস্ট ২০১৮

Monday, August 13, 2018

আয়ন

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আয়নের মত যাদের চারিদিকে দলছুট ইনলেক্ট্রনের সমাবেশ। এদের পরবর্তী ঠিকানা নির্ভর করে নির্বাচনের ফলাফলের উপর।

দুবনা, ১৪ আগস্ট ২০১৮ 
 
 

রুলেট

বাংলাদেশের রাস্তা যেন রাশিয়ান রুলেট আর দেশের মানুষ সব খেলুড়ে। কখন যে জিরো পড়বে কার ভাগ্যে সেই অপেক্ষায় সবাই।

দুবনা, ১৩ আগস্ট ২০১৮

জীবন মরণ সমস্যা

দেশে মানুষ বাঁচার তাগিদে মৃত্যুর ঝুঁকি নিতে প্রস্তুত অথচ জীবনকে দু মিনিট দাঁড়িয়ে নিরাপদে রাস্তা পার হতে দিতে রাজী নয়। প্যারাডক্স

দুবনা, ১৩ আগস্ট ২০১৮ 

কোন পন্থী

আগে কম্যুনিস্টরা ছিল রুশপন্থী আর চীনপন্থী। এখন কী তারা চীনপন্থী আর অচিনপন্থী?

দুবনা, ১৩ আগস্ট ২০১৮ 

Sunday, August 12, 2018

রাজনীতি

রাজনীতি আজ আবেগ তাড়িত লজিক বর্জিত। চারিদিকে তাই রাজনীতি প্রেমিকদের জয়জয়কার আর রাজনীতিবিদদের আকাল।

দুবনা, ১২ আগস্ট ২০১৮

আবশ্যক

দেশের প্রায় সবাই যেহেতু রাজনৈতিক বিষয়ে মত প্রকাশ করেন তাই স্কুলে ম্যাথেম্যাটিক্যাল লজিক পড়ানো অত্যাবশ্যক।

দুবনা, ১২ আগস্ট ২০১৮

একাকীত্ব

একাকীত্ব দূর করতে চাইলে অনুগত ভৃত্য নয় বন্ধু সৃষ্টি কর। একজন এই ভুল করে সারা জীবন পস্তাচ্ছে।

দুবনা, ১১ আগস্ট ২০১৮

Friday, August 10, 2018

প্রতিযোগিতা

বাজারে জোর গুজব অনৈসলামিক বিধায় দেশের ভাবমূর্তি ধ্বংস করতে প্রতিযোগিতায় নেমেছে রাজনৈতিক দলগুলো 

দুবনা, ১০ আগস্ট ২০১৮ 

রাষ্ট্র সমাচার

সরকারী দলগুলো মানুষের কাছে যেভাবে নিঃশর্ত আনুগত্য দাবি করে তাতে মনে হয় দেশগুলো ধর্মরাষ্ট্রে পরিনত হয়েছে।

দুবনা, ১০ আগস্ট ২০১৮ 

স্বাধীনতা

যার জ্ঞানের পরিমাণ যত কম সে নিজেকে তত বেশি স্বাধীন মনে করে, অর্থাৎ মানুষের স্বাধীনতার অনুভুতি তার জ্ঞানের ব্যস্তানুপাতিক। 

দুবনা, ১০ আগস্ট ২০১৮ 

Wednesday, August 8, 2018

জন্মমৃত্যু

মৃত্যু দিয়ে কারো হয়
নতুন জন্ম শুরু
তাদেরই একজন আমার
রবি কবিগুরু

দুবনা, ০৮ আগস্ট ২০১৮ 

Tuesday, August 7, 2018

বিয়ে

সত্যের সাথে মিথ্যের নাকি বিয়ে
এই গুজবে দেশ গেছে আজ ছেয়ে

দুবনা, ০৭ আগস্ট ২০১৮ 

Monday, August 6, 2018

প্রেম

সত্য আর গুজব আজ প্রেমে মশগুল
কেমনে বুঝব বল কি ঠিক কি ভুল! 
 
দুবনা, ০৭ আগস্ট ২০১৮ 
 
 

বাংলাদেশ


রাস্তায় মুখ থুবড়ে পড়ে আছে এক কিশোরী
শাড়ি তার রক্তে লালে লাল
শুনেছি কিছুক্ষন আগে  
গাড়ি নাকি চলে গেছে তার শরীর মাড়িয়ে।
বুকে কান রাখলে এখনও শোনা যায় নিঃশ্বাস
ওঠা নামা করে বুক জানায় তার বেঁচে থাকার আকুতি।
কিন্তু কে বাড়াবে হাত? কে দেবে মুখে এক ফোঁটা জল?
এও শুনলাম, গাড়িচাপা পড়ার অপরাধে
তাকে নাকি বেদম পিটিয়েছে।
কেউ বলে পুলিশ, কেউ বলে পুলিশের বেশে দুর্বৃত্তের দল।
চারিদিকে শুধুই গুজব।
গুজবের চর্বিতে সত্য সে অনেক আগেই ঢাকা পড়েছে।
সবাই গুজব নিয়ে ব্যস্ত। সবাই বিচার চাইছে।
কার বিচার, কিসের বিচার সেটা ব্যাপার নয়।
ন্যায় বিচার চাই – এটাই সবার শেষ কথা।
কিন্তু যাকে নিয়ে এত হৈচৈ
সেই মেয়েটির দিকে কারোই খেয়াল নেই কোন।
জীবিত বা আহত মানুষ কাজে লাগে না।
তাকে খাওয়াতে হয়, চিকিৎসা দিতে হয়।
লাশ, সেতো অন্য ব্যাপার।
সে খেতে চায় না, পড়তে চায় না।
কিছুই চায় না সে।
অথচ তাকে নিয়ে মিছিল করা যায়, মিটিং করা যায়।
যার আর কিছুরই দরকার নেই তাকে ঘিরে হাজারো দাবী তোলা যায়।
কিন্তু সবার আশার গুড়ে বালি দিয়ে মেয়েটা বেঁচে থাকে।
বারবার মাথা তুলে তাকায়, অপেক্ষা করে যদি কেউ হাত বাড়িয়ে দেয়।
পাশ দিয়ে হেঁটে যেতে যেতে পথিক দেখে
রক্তে লাল শাড়িটা একেবারে লাল নয়।
লালকে ঘিরে আছে সবুজ সবুজ ঢেউ।
পথিক অবাক হয়ে তাকায়, হাত বাড়িয়ে দিতে দিতে জিজ্ঞেস করে
কে তুমি?
আমাকে চিনলে না? আমি বাংলাদেশ!!!

দুবনা, ০৬ আগস্ট ২০১৮  



Sunday, August 5, 2018

রাজনীতি

রাজনীতি এক আজব পণ্য
কিনতে লাগে জীবন
রাজা প্রজার এই যুদ্ধে
সদাই জেতে মরণ

দুবনা, ০৫ আগস্ট ২০১৮

সত্য

সত্যের গায়ে জমে
গেছে মেদ
গুজব নাকি চর্বির
প্রকারভেদ

দুবনা, ০৫ আগস্ট ২০১৮

বন্ধু দিবস

ইয়ো মাইয়ো, বন্ধু কি ইয়ে নাকি যে গরু খোঁজা খুজতে হবে? নিজেকে খুঁজুন। যত্তসব ইয়ে।

দুবনা, ০৪ আগস্ট ২০১৮

Saturday, August 4, 2018

সময়

দেশে দেশে সন্ত্রাসবাদীরা অসুস্থ, নারী আর শিশুদের জিম্মি রেখে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটার জন্য। দেশে কী সরকারী কী বিরোধী সব দল স্কুলের বাচ্চাদের যেভাবে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যবহার করতে ওঠে পড়ে লেগেছেন, তা দেখে মনে হচ্ছে পুরো দেশটাই সন্ত্রাসীতে ভরে গেছে। নিজেদের সন্তানদের কথা ভেবে কী সরকার, কী বিরোধী দল, কী অভিভাবক সবার উচিত আলোচনার টেবিলে বসা। শিশুদের যে দাবী সেটা কোন দল বা পক্ষের নয়, সেটা দেশের দাবী, জাতির দাবী। এ দাবী পূরণ হলে সবাই লাভবান হবে। লাভবান হবে বাংলাদেশ।
দিশেহারা সন্তান পিচঢালা রাস্তায় কাদা ছোড়াছুঁড়ির সময় শেষ ঠাণ্ডা মাথায় ভাবুন সবাই কিভাবে গড়বেন বাংলাদেশ
দুবনা, ০৪ আগস্ট ২০১৮



অসুখ

দেশের নাকি হয়েছে ব্যামো
মেজাজ সবার গরম
মাথা ঠান্ডা না করলে
মূল্য দেবে চরম

দুবনা, ০৪ আগস্ট ২০১৮

Friday, August 3, 2018

দাবী

মন্ত্রী মানে বিপদ আপদ
মন্ত্রী মানে হাঙ্গামা
নিজের গদি ঠিক রাখতে
ওরা লাগায় দাঙ্গা মা
আমরা বলি আর কিছু নয়
নিরাপদ এক রাস্তা চাই
কে আমাদের পথ দেখাবে
কেউ কি আমায় বলবে ভাই
চারিদিকে হাজারটা পথ
পথ নিয়ে সব মতবিরোধ
পথই যদি বিপদ আনে
এ আপদ কে করবে রোধ
মাতৃভাষা স্বাধীনতা
এসব চেয়েই জীবন পাড়
এখন আমার নতুন দাবী
ফিরিয়ে দাও ন্যায় বিচার।

দুবনা, ০৩ জুলাই ২০১৮ 
 
 
 

পদ

"আপদ" "বিপদ" "ছোট পদ" "বড় পদ" কোন পদই আমরা চাইনা। শুধু "নিরাপদ"কে নিয়েই আমাদের সুখে থাকতে দিন। 

দুবনা, ০৩ আগস্ট ২০১৮ 

মুস্কিল

আমি চোখ বুজে দেশের নেত্রীদের মমতাময়ী রূপ কল্পনা করার চেষ্টা করলাম। চোখের সামনে ভেসে উঠলো মমতা ব্যানার্জির মুখ।

দুবনা, ০৩ আগস্ট ২০১৮

আবদার

কিছুক্ষন আগে ক্রিস্টিনার এস এম এস এলো।
"পাপা হাজার তিনেক রুবল পাঠাতে পারবে?"
সেভা হলে লিখত
"পাপা, তিন হাজার রুবল পাঠাও কার্ডে।"
মনিকা আর আন্তনও ক্রিস্টিনার মতই লেখে। আমি সাধারনত চেষ্টা করি ওদের না না করতে। ভেবে দেখলাম, সেভাকে না করা যত সহজ ওদের ঠিক তত সহজ নয়। বাবা মা পারবে এই আশা নিয়েই ছেলেমেয়েরা আবদার করে। তাই "পারব না" বলাটা সত্যিই কঠিন, বিশেষ করে নিজের ছেলেমেয়েদের।

দুবনা, ০৩ আগস্ট ২০১৮ 

Thursday, August 2, 2018

কলোনি

দিল্লির সুলতান, ইংরেজ, পাকিস্তান সব বিদেশী শাসন। স্বাধীন দেশের শাসকরা বিদেশে ঘরবাড়ি করে এদেশের টাকায়। কলোনি তোমায় ছাড়বে না মা।

দুবনা, ০২ আগস্ট ২০১৮

হাসি

মন্ত্রী সাব, মুখ গোমড়া কেন?
আমি হাসিনি, হাসিনা, হাসবো না। নো হাসাহাসি। (মনেমনে - হাসিই যদি না থাকে মন্ত্রীত্ব দিয়ে কি হবে?) 
 
দুবনা, ০২ আগস্ট ২০১৮ 
 
 

হাসি

হাসি হাসি যাব ফাঁসি দেখবে জগতবাসী

সময় মত নৌ মন্ত্রীকে বিদায় দিতে না পারলে নৌকা নিজেই বিদায় নিতে পারে।
 
দুবনা, ০২ আগস্ট ২০১৮ 

চাপ

বাসের চাপে মানুষ মরে
মানুষের চাপে সরকার
চাপাচাপির মাঝে পড়ে
পালায় ন্যায়বিচার। 
দুবনা, ০২ আগস্ট ২০১৮ 

Wednesday, August 1, 2018

দায়িত্ব ও ক্ষমতা

রাজনৈতিক দলগুলোর ক্ষমতা নেওয়ার দায়িত্ব আছে কিন্তু দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই। ক্ষমতা আর দায়িত্ব দুই ভিন গ্রহের বাসিন্দা।

দুবনা, ০১ আগস্ট ২০১৮

দায়িত্বহীন ক্ষমতা

আমাদের রাজনীতির অন্যতম প্রধান সমস্যা হল ভুল করি নিজেরা দোষ চাপাই প্রতিপক্ষের কাধে।

দুবনা, ০১ আগস্ট ২০১৮

সময়ের দাবী

নৌকা শীষের দিন শেষ
চাই নতুন ব্র্যান্ডের বাংলাদেশ

দুবনা, ০১ আগস্ট ২০১৮