Wednesday, September 13, 2017

সাত নম্বরের বুফে


অনেক দিন পরে সাত নম্বর ব্লকের বুফের কথা মনে পড়লো। মাঝেমধ্যেই বুফের মহিলারা ছাত্রদের রুমে যেত রেইডে। কারণ ছাত্ররা প্রায়ই খাবার নিয়ে ঘরে চলে যেত, আর ভুলে যেত প্লেট গ্লাস এসব ফেরত দিতে। যখন বুফেতে প্লেট গ্লাসের সংখ্যা ক্রিটিক্যাল পয়েন্ট পেরিয়ে যেত, ওরা যেত রেইডে, আর যার ঘর খোলা পেত ঐ ঘরের সব প্লেট গ্লাস নিয়ে যেত, দেখত না ওটা ছাত্রদের নিজেদের না বুফের।   
আমিও কয়েকদিন কিচেনে প্লেট গ্লাস চামচ এসব খুঁজে পাচ্ছিলাম না। তাই সেই সোভিয়েত কায়দায় সেভার ঘরে রেইড করে ওসব উদ্ধার করলাম।
কে বলে সোভিয়েত দেশ আমাদের কিছুই শেখায়নি?

দুবনা, ১৩ সেপ্টেম্বর ২০১৭  


 

No comments:

Post a Comment