Tuesday, September 12, 2017

চুক্তির বিড়ম্বনা




-       পাপ, তুমি একটু ভালো করে প্লেটগুলো ধুতে পারো না?
বলেই সেভা প্লেটের কানায় লেগে থাকা চর্বির ছাপ দেখালো।
-       তোকে না বলেছি, খাওয়া শেষ হলে প্লেটটা বেসিনে রেখে গরম জল ঢালতে? করিস না বলেই পরে আমি ঠিক মত ধুতে পারি না।
-       তুমি আসলে দায়সারা ভাবে ওটা কর।

ভাবছি বলবো “পছন্দ না হলে নিজে ধুলেই তো পারিস।“ মনে পড়ে গেলো চুক্তির কথা। আমাদের দুজনের সংসারে সেভা ঝাড়ুদার আর আমি বুয়া কাম বাবুর্চি। তাই সেভার কথাটা চুপচাপ গিলে নতুন করে প্লেট ধুয়ে দেখালাম ঠিক আছে কি না।
দুবনা, ১২ সেপ্টেম্বর ২০১৭ 


No comments:

Post a Comment