Saturday, September 2, 2017

পারস্পারিক বোঝাপড়া


- এই গরু, আজ আমাদের ঈদ, তোকে কোরবানি দেই?
- কিন্তু তাতে আমার কি লাভ?
- এই নে বেহেস্তের টিকেট। তোর বেহেস্ত, আমার ঈদ। রাজী?
- ওখানে আমার জন্য হুরপরী থাকবে?
- শ'য়ে শ'য়ে।
- তাহলে রাজী। (মনে মনে - আমি হুরপরী দিয়ে কী করবো? ওরাও তো সামনের ইদে আমাকে আবার কোরবানি দেবে। এ যে দেখছি চেয়ার খেলা। কিন্তু আমার তো আর অপশন নেই। গণতন্ত্র!)

দুবনা, ০২ সেপ্টেম্বর ২০১৭ 
 
 
 

No comments:

Post a Comment