Friday, July 26, 2024

লাভ ও লোভ

আমাদের দেশের অধিকাংশ মানুষ কোন কাজ করার আগে যে প্রশ্ন নিজেকে করে তা হল এতে আমার কী লাভ? এমনকি যে কাজ করা তার দায়িত্বের মধ্যে পড়ে সেখানেও সে অতিরিক্ত আয়ের উৎস বা লাভ খোঁজে। এই মানসিকতা থেকেই ঘুষ, দুর্নীতি এসব। কোটা সমস্যার সমাধানে প্রথম দিকে সরকারের গাছাড়া ভাব দেখে মনে হয় ওদের সমস্যার দ্রুত সমাধান করে আমার কী লাভ এই মনোভাব থেকেই হয়েছিল। সব কিছুতে শুধু লাভ খুঁজলে চলে না, মাঝেমধ্যে সময় মত সমস্যার সমাধান করতে হয় বেতনের টাকায়। লোভে পাপ, পাপে মৃত্যু। 

দুবনা, ২৬ জুলাই ২০২৪

No comments:

Post a Comment