Thursday, July 11, 2024

সম্ভব

আমার পরিচিত জনরা যারা আমেরিকায় থাকে তাদের প্রায়ই বলতে শুনি আমেরিকা সব সম্ভবের দেশ। আমেরিকাবাসী প্রায় প্রতিটি বাংলাদেশী চায় আমাদের দেশ যেন আমেরিকার মত হয়। আমেরিকার প্রতিটি মানুষের মত বাংলাদেশের প্রতিটি মানুষেরও যেন স্বপ্ন বাস্তবায়নের সুযোগ থাকে তা সে যত বড় ও অসম্ভব বলে মনে হোক না কেন? বাংলাদেশের সব মানুষের লক্ষ্য আজ সেই আকাশচুম্বী সাফল্য অর্জন করা। আজ যখন বাংলাদেশের অফিস ড্রাইভাররা কোটি কোটি টাকার মালিক হয়ে সবাইকে চমকে দিচ্ছে তখন এই জনতাই আবার এদের পেছনে লেগেছে চোর চোর বলে। আমেরিকা সম্পর্কে বলা হয় কেউ দশ টাকা চুরি করলে চোর আর দশ মিলিয়ন চুরি করলে শিল্পপতি। আমাদের জনগণ এখনও হয়তো এতটা মহান হয়ে উঠতে পারেনি। অথবা তারা ঈর্ষা করে এসব স্বপ্নবাজদের। সব সম্ভবের দেশ হতে হলে জনগণের মানসিকতায় পরিবর্তন আনা ছাড়া উপায় নেই। তবে যেদিন শুধু বড় অফিসের নয় সাধারণ ড্রাইভারও চুরি না করেই কোটি কোটি টাকার মালিক হতে পারবে সেদিন জনগণ তাদের মতামত পরিবর্তন করবে বলেই আমার বিশ্বাস।

দুবনা, ১১ জুলাই ২০২৪

No comments:

Post a Comment