Tuesday, July 2, 2024

মশা

আমাকে অনেকেই বলে যে আমার হাত পা নাকি কাঠির মত সরু। কথাটা সত্য। এ নিয়ে কখনও সখনও যে হাত পায়ের উপর ক্ষোভ বা অভিমান হয় না তা নয়। চারিদিকে লোকজন নাদুসনুদুস হাত পা নিয়ে ঘুরে বেড়ায় আর আমি কিনা কাক তাড়ুয়ার মত কাঠির উপর ভর করে চলি। তবে গতকাল এক মজার ব্যাপার খেয়াল করলাম। সন্ধ্যায় যখন ভোলগার তীরে হেঁটে বেড়াচ্ছিলাম, দেখি দুটো মশা আপ্রান চেষ্টা করছে আমার হাতে বসতে আর পা ফস্কে পড়ে যাচ্ছে। এটা অনেকটা ছোটবেলায় আমাদের এক বাঁশের পিচ্ছিল সাঁকো দিয়ে খাল পার হবার মত দৃশ্য। এটা আমাকে শুধু আনন্দই দেয়নি, মশার কামড় থেকে বাঁচিয়েছে আর অতি কষ্টে অর্জিত রক্তের অপচয় রোধ করেছে। সাধে কি বলে অপ্রয়োজনীয় বস্তু বলে কিছু নেই, শুধু সময় আর সুযোগের অপেক্ষায় বসে থাকতে পারলেই হল।

দুবনা, ০২ জুলাই ২০২৪

No comments:

Post a Comment