অনেকের ধারণা দ্বিমত মানেই ভাঙনের ডাক। আমার মনে হয় দ্বিমত মানে সবার জন্য গ্রহণযোগ্য তৃতীয় বা চতুর্থ মত খোঁজা। যারা দ্বিমত করাকে দোষারোপ করে একমতে আসতে চায় তারা আসলে সমস্যার সমাধান চায় না, চায় সমস্যা ধামাচাপা দিয়ে রাখতে। এধরণের মতৈক্য আসলে সমস্যার সমাধান নয় সেটাকে বাড়তে দেয়া। আচ্ছা ভাবুন তো যদি বঙ্গবন্ধু একাত্তরের মার্চে ইয়াহিয়ার প্রস্তাব মেনে ঐক্যমতে পৌঁছতেন। তাহলে সেই মূহূর্তে পাকিস্তান হয়তো ভাঙত না, তবে বাঙালির সমস্যার সমাধান হত না। তাই দ্বিমত যারা পোষণ করে তাদের দোষারোপ না করে সময় থাকতে নতুন পথ, নতুন সমাধান খুঁজুন।
দুবনার পথে, ০৭ জুলাই ২০২৪
No comments:
Post a Comment