দুবনা, ০৯ এপ্রিল ২০২৪
Tuesday, April 9, 2024
দৃষ্টিভঙ্গি
ছোটবেলায় মনে হয় বড় হলেই সব সমস্যার সমাধান হবে। ছাত্র জীবনে মনে হয় পড়াশোনা শেষ করলেই জীবন সুখের সাগরে ভাসবে। বাবার হোটেলে ভাত খেয়ে জোৎস্না রাতে প্রেমিক বা প্রেমিকার পাশে বসে ভবিষ্যতে কথা ভাবতে ভাবতে মনে হয় এক বার বিয়েটা হয়ে গেলেই জীবন সফল হবে। বাস্তবে দেখা যায় একটি সমাধান নতুন নতুন সমস্যার জন্ম দেয়। বড় হলে স্কুলে যেতে হয়, শুধু খেলার পরিবর্তে কিছু দায়িত্ব পালন করতে হয়। পাশ করে চাকরির জন্য জুতার সুকতলা ক্ষয় করতে হয়। বিয়ের পর সংসার চালানোর জন্য আয়ের ব্যবস্থা করতে হয়। ছেলেমেয়েদের সুশিক্ষা দিতে হয়। এর মানে জীবনে চিরস্থায়ী সমাধান বলে কিছু নেই, আছে প্রতি মূহুর্তে নতুন নতুন সমস্যার নতুন নতুন সমাধান খোঁজা। ফিজিক্সেও তাই। এজন্যেই ফিজিক্স জীবনের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমরা সাধারণত সেভাবে ভাবি না। আশু সমাধানকে চুড়ান্ত সমাধান মনে করে প্রায়ই কষ্ট পাই। পরিবর্তনশীল পৃথিবীতে নিজের অবস্থানকে অপরিবর্তনীয় রাখার ব্যর্থ হলে প্রায়ই মানবিক গুনাবলী হারিয়ে ফেলি।
দুবনা, ০৯ এপ্রিল ২০২৪
দুবনা, ০৯ এপ্রিল ২০২৪
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment