Tuesday, April 23, 2024

ছবি

ফেসবুকে প্রচুর ছবি দেখবেন মস্কো বা রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের যেখানে সবাই বই বা কোন কিছু পড়ায় ব্যস্ত। পড়ুয়া জাতি বলে রুশদের দুর্নাম (সুনামও পড়তে পারেন ইচ্ছে হলে) আছে। আমি সাধারণত অনেক রাতে দুবনা ফিরি। এটা সাবিওলভস্কায়া রেল স্টেশন। এ চিত্র অবশ্য যেকোন স্টেশনের। এখন ছবিটা দেখে মনে হল কী যেন একটা নেই। ঠিক। বাদামের খোসা নেই, ছেঁড়া কাগজ নেই। কিচ্ছু নেই। আমাদের দেশে তো খাবার আর কাগজ দিয়ে স্টেশন, রাস্তাঘাট সব গিজগিজ করে। তাহলে খায়, পড়ে কে? এরা না আমরা? 

দুবনা, ২৩ এপ্রিল ২০২৪

No comments:

Post a Comment