Friday, April 5, 2024

পরিবেশ

শাসক আর শাসিত সবাই সুশাসন চায়। শাসক সুশাসন বলতে বোঝে নিজের ক্ষমতা টিকিয়ে রাখা আর সেটা রক্ষা করতে গিয়ে সে একদিন শোষকে পরিণত হয়। শাসিতও সুশাসন চায়, তার কাছে সুশাসন মানে শোষণ থেকে মুক্তি পাওয়া। অপেক্ষায় থেকে একদিন সে শোষিতে পরিণত হয়। কালক্রমে যদি শোষিত যদি শাসকের আসন দখল করতে পারে সে শোষিত হিসেবে তার সংগ্রাম, তার আশা আকাঙ্ক্ষার কথা ভুলে যায়, সে হয় শোষক। শাসক, শোষক, শাসিত, শোষিত - এসব আসলে এক ধরণের পরিবেশ, এক ধরণের গুন বা দোষ। মানুষ যখন যেখানে পড়ে সেখানে সে সেই ধরণের গুন বা দোষ দ্বারা প্রভাবিত হয়। বিভিন্ন পরিস্থিতিতে একই মানুষের চরিত্র আর কাজকর্ম দেখে সেটাই মনে হয়।

দুবনা, ০৫ এপ্রিল ২০২৪

No comments:

Post a Comment