বই হল বহমান নদীর মত। দুই বার একই নদীতে যেমন নামা যায় না, তেমনি একই বই দুই বার পড়া যায় না। প্রতি পঠনেই অন্যরূপে ধরা দেয় বইয়ের ঘটনাবলী।
দুবনা, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
Thursday, February 29, 2024
Sunday, February 25, 2024
নেতা
কবি নির্মলেন্দু গুণ এক সাক্ষাৎকারে জানালেন সত্তরের নির্বাচনে জেতার পর বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি সেটা প্রত্যাখ্যান করেন এ কারণে যে জনগণ তাঁকে ছয় দফা বাস্তবায়নের জন্য ভোট দিয়েছে তাই পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব নয় ছয় দফা বাস্তবায়ন তাঁর প্রথম ও প্রধান দায়িত্ব। এটা শুনে আমার মনে পড়ল যে জেলেনস্কিকে জনগণ ভোট দিয়েছিল যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার জন্য। কিন্তু সে শান্তির জন্য কিছু তো করেই নাই, উল্টা যুদ্ধ আরও তীব্রতর, আরও রক্তক্ষয়ী করার জন্য উঠেপড়ে লেগেছে। এখানেই একজন দেশদরদী নেতার সাথে ক্ষমতালোভী নেতার পার্থক্য।
মস্কো, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
উন্নয়ন
শুনলাম সাবেক ভূমি প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ২৬০ বাড়ির মালিক। বাংলাদেশের ভূমি কিছুটা হলেও সম্প্রসারণের জন্য এই লোককে তো স্বাধীনতা পদক দেওয়া উচিত সরকারের। আর প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী পদে উন্নীত (উন্নয়ন বলে কথা) করা উচিৎ। আমার বিশ্বাস তাতে দেশের আয়তন আরও অনেকটা বাড়বে।
দুবনা, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
Saturday, February 24, 2024
বিশ্বাসঘাতক
খাওয়ার আগে ট্যাবলেট খেতে হয়। ট্যাবলেট মুখে পুরে জলের গ্লাসে চুমুক দিলাম। কিছুক্ষণ পরে টের পেলাম জল গিলে ফেলেছি কিন্তু ট্যাবলেট যেমন ছিল মুখে তেমনি রয়ে গেছে। শুধু মুখটা তেতো হয়ে গেছে। খাবারের পাশাপাশি আজকাল ওষুধপত্রও দেখি বিদ্রোহ করতে শুরু করেছে। তবে গতকালের পোড়া পোলাও বাড়তে গিয়ে বেশ খুশি হলাম। চাই না চাই ওরাই আমাকে ডায়েট কন্ট্রোলে বাধ্য করবে। অবশ্য আমি আর ডায়েট কন্ট্রোল দুই ভুবনের বাসিন্দা।
দুবনা, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
Friday, February 23, 2024
Feelings
Sometimes it seems that back home Left ideology has left the field for the Rights or Left is walking hand in hand with the Rights.
Dubna, 22 February 2024
Thursday, February 22, 2024
অজুহাত?
উর্দু কবি গুলজার জ্ঞানপীঠ পুরষ্কার পেলেন। ভারতের অনেক কবি সাহিত্যিকদের হাতে উর্দু ভাষা অনবরত সমৃদ্ধ হচ্ছে। ভাষা হিসেবে এর জন্মভূমিও ভারত। আচ্ছা পাকিস্তানে কি উর্দুর পাশাপাশি স্থানীয় ভাষাগুলো সমৃদ্ধ হচ্ছে? কয়েক বছর আগেও ইন্দোনেশিয়ার পরে ভারতে ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী। উর্দু ভাষা চর্চা ভারতে এখনও খুব ভালো ভাবেই হচ্ছে। তাহলে বাংলা চর্চা হতে বাধা কোথায়? নাকি এটা এক ধরণের অজুহাত? বাঙালির চিরদিনের অভ্যাস নিজেকে করুণার পাত্র হিসেবে দেখার?
দুবনা, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
Tuesday, February 20, 2024
একুশের আহ্বান
ভাষা হোক শঙ্কামুক্ত, ভাষা হোক শান্তির
কুসংস্কার মুক্ত, ভাষা হোক প্রগতির
ভেদাভেদ ভুলে গিয়ে ভাষা হোক একতার
মিথ্যার মুখপাত্র নয়, ভাষা হোক সততার
ভাষা থেকে দূর হোক যা কিছু পাশবিক
ভাষা হোক মানুষের, ভাষা হোক মানবিক।
সবাইকে মহান একুশের শুভেচ্ছা ও অভিনন্দন।
দুবনা, ২১ ফেব্রুয়ারি ২০২৪
Monday, February 19, 2024
মিলন মেলা
গতকাল সাবনার গেট টুগেদার ছিল বলে ফেসবুক জানিয়ে গেল। প্রায়ই দেখি বিভিন্ন দেশে সোভিয়েত গ্র্যাজুয়েটরা বিভিন্ন উপলক্ষ্যে মিলিত হচ্ছে, অতীত স্মৃতি রোমন্থন করছে। কিন্তু আমরা যারা এদেশে বা মস্কোয় রয়ে গেছি তাদের কোন গেট টুগেদার নেই, কোন স্মৃতি নেই। এটা কি আমরা এখানে আছি বলে বর্তমান থেকে বেরুতে পারছি না, মানে অতীতহীনতায় ভুগছি, নাকি সোভিয়েত সমাজে আমাদের থাকা ওদের পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ ছিল না সেজন্য, নাকি মক্কার মানুষ হজ্ব পায় না তার সমাজতান্ত্রিক বাস্তবতা।
দুবনা, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
Sunday, February 18, 2024
বাস্তবতা
বাইডেন থেকে শুরু করে পশ্চিমের সব নেতাই জেলেনস্কি। জেলেনস্কি সহ ইউরোপের নেতারা যেমন বাইডেনের হাতে খেলার পুতুল - কেউ ভাড়, কেউ উজির, কেউবা নাজির তেমনি বাইডেন নিজেও পর্দার আড়ালে থাকা হাইপার পুঁজির হাতে আলাদিনের চেরাগ যার কাজ হচ্ছে এসব ধনকুবেরদের সব ইচ্ছা ও অনিচ্ছা পূরণ করা। আর এসব করতে গিয়ে কত রক্ত ঝরবে, কত প্রাণ বলিদান হবে এটা তাদের ভাবার বিষয় নয়।
দুবনা, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
Saturday, February 17, 2024
প্যারাডক্স
কথায় আছে বার বার বলায় মিথ্যাও এক সময় সত্য হয়, কল্পনা বাস্তবের চেয়েও বাস্তব হয় অথচ অনেক নির্ভেজাল সত্য প্রায়ই সত্য বলে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। তাই মানুষ কর্ম ফলে বিশ্বাস করে, ঈশ্বর আর দেব দেবীতে বিশ্বাস করে কিন্তু তার দুর্ভাগ্যের জন্য যে শোষণ ও সম্পদের অসম বন্টন দায়ি সেটা মেনে নিতে পারে না। আর এভাবেই সত্য বা মিথ্যা অবজেক্টিভ রিয়ালিটি না থেকে সাবজেক্টিভ রিয়ালিটিতে পরিণত হয়।
মস্কো, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
Tuesday, February 13, 2024
স্বাধীনতা
ঘুড়ির স্বাধীনতা লাটাইয়ের দড়ির দৈর্ঘ্যের সমান। যে দেশ নিজেকে যত বড় গণতান্ত্রিক দাবি করে সে দেশের সুতা তত লম্বা, তত সুক্ষ, তত অদৃশ্যপ্রায়। তবে লাটাই কর্তাদের হাতে। প্রয়োজনে হ্যাচকা টান দিতে এতটুকু দ্বিধা করে না। আর যদি কেউ দড়ি ছিঁড়েও ফলে তাহলে অধিকাংশ ক্ষেত্রে ঘুড়ির মতই মুখ থুবড়ে পড়ে বেঘোরে প্রাণ হারায়।
দুবনা, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
Friday, February 9, 2024
চুরি
শুনলাম পাকিস্তানেও নাকি ভোট চুরি হচ্ছে। অবশ্য এটাকে প্রকাশ্য দিবালোকে ভোট ডাকাতি বলেই উল্লেখ করেছে কেউ কেউ। ধর্ম গ্রন্থে বিভিন্ন চুরির সাজার ব্যবস্থা আছে। ঘুষ চুরি কিনা সেটা নিয়ে বিতর্ক থাকলেও ভোট চুরি তো চুরি না হয়ে যায় না। ভোট চুরির সাজা হিসেবে হিসেবে ধর্ম অনুযায়ী কী ধরণের ব্যবস্থা আছে? এমনিতেই জানতে ইচ্ছে করল।
দুবনা, ০৯ ফেব্রুয়ারি ২০২৪
দুবনা, ০৯ ফেব্রুয়ারি ২০২৪
Sunday, February 4, 2024
শাড়ি
সারি সারি ঝুলছে শাড়ি
গলায় পরে ফাঁসির দড়ি
নাম কি তোমার কোথায় ধাম
বল কি তোমার বাপের নাম
কোন দেশের নাগরিক
একেশ্বরবাদী না পৌত্তলিক?
জর্জরিত প্রশ্ন বাণে
কাঁপন ধরে শাড়ির মনে
জাতি ধর্ম দেশ নাই
তার হই যার আদর পাই।
মস্কো, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
গণতন্ত্র
একাত্তরে পাক বাহিনীর আক্রমণের লক্ষ্য ছিল আবাসিক এলাকা। তখন আমেরিকা তাদের দোসর ছিল। ইরাক, আফগানিস্তান, লিবিয়া এসব দেশেও আমেরিকা ও ন্যাটোর হাতে যত না সামরিক বাহিনীর সদস্য মারা গেছে, তারচেয়ে বেশি মারা গেছে সাধারণ মানুষ। আমেরিকার নতুন পৌষ্য ইউক্রেন সে পথেই যাচ্ছে। নিয়মিত বেসামরিক স্থাপনায় আঘাত করে হত্যা করছে নারী আর শিশুদের। গণতন্ত্র বলে কথা।
দুবনা, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
Friday, February 2, 2024
স্বাধীন
ফেব্রুয়ারি - ভাষার মাস। ভাষাই মানুষকে অনন্য করেছে। মানুষকে মানুষ করেছে। একথা ভাবতে ভাবতেই মনে হল, আরে, আমরা ছাড়া আর কেউ তো কোন ভাষায় কথা বলে না। মানে কোন জীবজন্তু। তাই কি ওদের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এসব নিয়ে কোন মারামারি নেই? নেই লিঙ্গ নিয়ে বাজার গরম। নেই পরিবেশ আন্দোলন। কেনই বা থাকবে। ওরা তো পরিবেশ দূষিত করে না। তবে গরুদের অনেকেই অভিযুক্ত করে। কথায় বলে বোবার শত্রু নেই। ওরা তো সে অর্থে বোবাই। তাই নয় কি? লেখাপড়া জানে না, কথা বলতে পারে না, অথচ দিব্যি আনন্দে আছে। প্রেম করছে, বংশবৃদ্ধি করছে। কেউ কেউ মানুষের বাড়িতে চাকরি পর্যন্ত করছে। সবচেয়ে বড় কথা ওরা দুষ্ট লোকের মিষ্টি কথার জালে আটকা পড়েনি। ওরা স্বাধীন। সত্যিকার অর্থেই স্বাধীন। আর সেটা ভাষা না থাকার জন্য।
দুবনা, ০২ ফেব্রুয়ারি ২০২৪
গত বুধবার ফোকাস ওয়ার্কশপে তোলা
দুবনা, ০২ ফেব্রুয়ারি ২০২৪
গত বুধবার ফোকাস ওয়ার্কশপে তোলা
Thursday, February 1, 2024
অবাক কান্ড
মানুষ সত্যই আশ্চর্য এক জীব। ধনীরা গরিবদের না খাইয়ে মারলে সে তার প্রতিবাদ করে না, অথচ গরীব মানুষ প্রাণের দায়ে এক টুকরো রুটি চুরি করলেও সে তাকে চোর বলে মারধর করে। ঈশ্বর তৃতীয় লিঙ্গের মানুষ সৃষ্টি করলে সে ঈশ্বরের বিরুদ্ধে মাঠে নামে না, উল্টো তৃতীয় লিঙ্গের মানুষদের হেনস্থা করে। ন্যায়ের পূজারী হলে এদের উচিৎ ঈশ্বরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দেওয়া।
দুবনা, ০১ ফেব্রুয়ারি ২০২৪
Subscribe to:
Posts (Atom)