Saturday, November 11, 2023

আরও আলো

আজ অনেকেই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। মনে পড়ছে ছোটবেলায় এদিন আমরা মোমবাতির আলোয় ভরিয়ে দিতাম চারিদিক। রুশরা বলে বোকাকে প্রার্থণা করতে শেখাও, সে দেবতার দুয়ারে মাথা কুটে কপাল ভেঙে ফেলবে। এর অর্থ হল অধিকাংশ মানুষ সবকিছু আক্ষরিক ভাবে নেয়। আলোর এই উৎসবের মূল বার্তা মোমবাতি নয়, জ্ঞানের আলোয় মনের সব অন্ধকার, সব কুসংস্কার দূর করা।‌ সবাই সেই আলোয় উদ্ভাসিত হোক এটাই কামনা।

মস্কো, ১২ নভেম্বর ২০২৩

No comments:

Post a Comment