অনেক দিন পরে লোকাল ট্রেনে মস্কো যাচ্ছি। ১৯৯৪ সালের মে মাসে যখন দুবনায় কাজে জয়েন করি সেই সময় থেকে ১৯৯৬ সালের গ্রীষ্ম পর্যন্ত প্রতি শুক্রবার মস্কো ফিরতাম লোকাল ট্রেনে। সাথে থাকত আফানাসিয়েভ। অনেক দিন পরে মনে পড়ল গিওর্গি নিকোলায়েভিচকে। সেই সময় দুবনা থেকে মস্কো পর্যন্ত সমস্ত স্টেশনের নাম মুখস্থ হয়ে গেছিল। প্রতিটি ঘটনাই অতীত থেকে ভবিষ্যতের দিকে যায় আর এই যাওয়ার পথে তাকে বর্তমান নামক এক চেকপোস্ট পাড়ি দিতে হয় তা সে কখনোই পারে না, কারণ অতীত আর ভবিষ্যতের এই মিলনস্থল বর্তমান ক্ষণস্থায়ী, অনেকটা গাধার সামনে ঝুলানো গাজরের মত, যা দেখা যায় কিন্তু ধরা যায় না। তবে কোন কোন ঘটনা অকস্মাৎ অতীত স্মৃতিকে জাগিয়ে তুলতে পারে। যেমন আজ হঠাৎ করেই সেই ১৯৯৪ সালের দিনগুলোর কথা মনে পড়ে গেল।
মস্কোর পথে, ০৫ নভেম্বর ২০২৩
No comments:
Post a Comment