দুই জন মানুষের শত্রুতায় এদের পরস্পর বিরোধী চারিত্রিক বৈশিষ্ট্য যেমন ফুটে ওঠে, দুই জন মানুষের বন্ধুত্বে তেমনি তারা নিজেদের কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য পরস্পরের সাথে বিনিময় করে। এক সময় ভ্লাদিমির জেলেনস্কি ছিল শুধুই কমিক আর যো বাইডেন রাজনীতিবিদ। এখন দুজনকে দেখলে স্পষ্ট বোঝা যায় এদের একের উপর অন্যের সর্বগ্রাসী প্রভাব।
মস্কোর পথে, ১০ নভেম্বর ২০২৩
No comments:
Post a Comment