জনগণ হল ঈশ্বরের মত। আমরা ঈশ্বরকে যেমন সর্বশক্তিমান হিসেবে মানি তেমনি জনগণকে মনে করি সব ক্ষমতার উৎস। আবার আমরা যেমন ঈশ্বরের নামে খুন থেকে শুরু করে হেন অপরাধ নাই যা করি না, ঠিক তেমনি ভাবেই জনগণের নামেই জনজীবন বিপর্যস্ত করতে এতটুকু পিছপা হই না। সবচেয়ে মজার ব্যাপার হল যারা এসব করে তাদের পেছনে না আছে ঈশ্বর না আছে জনগণ। সেদিক থেকে রাজনীতিবিদরা হল সবচেয়ে মিথ্যুক, কেননা অন্যেরা বলে কয়ে নিজের স্বার্থে সব করে, এরা সব করে নিজেদের স্বার্থে কিন্তু জনগণের নামে।
দুবনা, ১৬ নভেম্বর ২০২৩
No comments:
Post a Comment