দুবনা থেকে মস্কোর পথের অর্ধেকটাই বুনো পথে মানে বনের ভেতরে লুকিয়ে থাকা পথে চলতে হয়। বাকিটা বন না হলেও প্রায় জনপদ বিহীন। কোথাও মাঠ, কোথাও বা জলাশয়। অনাবাদি জমি। এই বন, এই মাঠ - এসবের মধ্যে থেকে উঁকি দেয় বিরিওজা মানে বার্চ গাছ। গাড়ি থেকে জেব্রা বলে ভ্রম হয়। ভাবি ওদের নাম কেন জেব্রা গাছ হল না।
মস্কোর পথে, ২৫ এপ্রিল ২০২১
No comments:
Post a Comment