"দরিদ্র নারায়ণ" বলে একটা ধারণা ছিল। ছোটবেলায় অনেক শুনেছি। তখন অবশ্য সেভাবে বুঝিনি। এখন বুঝি। পৃথিবীতে অধিকাংশ (খারাপ) কাজ হয় হয় ঈশ্বরের (নারায়ণের) নামে, নয়তো (দরিদ্র) জনগণের নামে। সে ভোট হোক, জমি দখল বা গলাকাটা যাই হোক। এতে দরিদ্রের অবস্থার উন্নতি ঘটে না, আমার বিশ্বাস নারায়ণেরও অবস্থার হেরফের ঘটে না। তারা নিমিত্ত মাত্রই থেকে যায়। এখানেই হয়তো গরীবের সাথে ঈশ্বরের একমাত্র মিল, একাত্মতা। এখানেই দরিদ্র নারায়ণের সার্থকতা বা ব্যর্থতা।
দুবনা, ১৮ এপ্রিল ২০২১
No comments:
Post a Comment