মামলাটা এতই মামুলী যে মামলা বলেই মনে হচ্ছে না।
মা মলা মা মুলী মা মলা রে ............
দুবনা, ৩১ জানুয়ারী ২০১৮
Wednesday, January 31, 2018
Tuesday, January 30, 2018
গুরু ও গরু
যে সব কথায় সায় দেয়, তার সাথে কথা বলা - সময় নষ্ট করা। যে প্রশ্ন করে, পাল্টা যুক্তি দেয় - সে নতুন করে দেখতে শেখায়, চিন্তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। সমস্যা হল, আমরা শিখতে চাই না, সবাই শেখাতে চাই। গুরু হতে চাই। আর হই গরু।
দুবনা, ৩০ জানুয়ারী ২০১৮
মুস্কিল
খোকা, তুমি কি কর?
কিছুই না।
আচ্ছা খোকা, তুমি কি কর না?
বললাম তো, কিছুই না।
দুবনা, ৩০ জানুয়ারী ২০১৮
কিছুই না।
আচ্ছা খোকা, তুমি কি কর না?
বললাম তো, কিছুই না।
দুবনা, ৩০ জানুয়ারী ২০১৮
Monday, January 29, 2018
অশিক্ষিত
সকালে সেভার এসএমএস পেলাম।
"পাপা, তুমি জানো বাইওলজীর খাতা কেমন?"
ভিকে (সামাজিক মাধ্যম) গিয়ে দেখি আমাদের পারিবারিক গ্রুপে মেসেজ -
-পাপা, তুমি ফ্রেগাট (ও যেখানে থাকে সেই বিল্ডিংএর নাম) গিয়ে আমার বাইওলজী বই আর খাতা নিয়ে আসতে পারবে স্কুলে?
গ্রুপে লেখা এ জন্যে, যদি বাসার কেউ না কেউ দেখে মস্কো থেকে আমাকে ফোন করে।
- ঠিক আছে। যদি ঘণ্টা খানেকে পরে হয় নিয়ে আসবো।
- হ্যাঁ এক ঘণ্টা সময় আছে। ১১.৫০ বা ১২.০০ টার দিকে হলেও চলবে।
আমি শুভর অনুরোধে কসমোলজির উপর লেখাটা শুরু করেছি, কয়েক পৃষ্ঠা লেখা শেষ। কি আর করা। তাড়াতাড়ি স্নান করে রেডি হচ্ছি। আবার সেভার মেসেজ
বইটা আর খাতা কম্পিউটারের পাশে। একেবারে কোনায়। বেগুনি রঙের বই আর খাতা। ওখানে লেখা আছে বাইওলজী।
কী ভাবে ছেলেমেয়েরা? আমি ফিজিক্স আর বাইওলজীর পার্থক্য বুঝি না। নিজেকে খুব অশিক্ষিত অশিক্ষিত মনে হল।
কাজ অকাজ
বুড়াই জানতে চাইলঃ কি করলে আজ সারাদিন?
তাই তো, কি করলাম? সারাদিন ব্যস্ততার শেষ ছিল না, কিন্তু কি করেছি সেটা খুঁজতে গিয়ে দেখি কিছুই মাথায় আসছে না। মনে পড়লো হাউস ওয়াইফদের কথা। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাবান্না, ঘরের কাজ, ধোঁয়া মোছা কি বা না করে, কিন্তু লিখতে গিয়ে দেখে কিছুই লেখা যাচ্ছে না। ঘরের কাজের মতই লেখাপড়া আর চিন্তা করাটাও হয়তো কাজের মধ্যে পড়ে না।
হারজিত
কেউ কেউ জিতে হারে আবার কেউ কেউ হেরে জিতে। তবে শেষ কথা তার যে সব শেষে জিতে।
দুবনা, ২৭ জানুয়ারী ২০১৮
দুবনা, ২৭ জানুয়ারী ২০১৮
Friday, January 26, 2018
ইচ্ছা
আছে কি
তোমার জানা
চুরি
ডাকাতি জায়েজ যেথায়
লোক মারা
যায় কথায় কথায়
কিন্তু
যেখানে সত্য বলতে মানা?
ধর্ষণ সে
তো মামুলী ব্যাপার
দরকার কী
মাথা ঘামাবার
তার চেয়ে
দেখো কোথায় আছে টাকা
বেহেশ্তের
পথ আজ যে শুধুই টাকায় টাকায় ঢাকা
খুনীরা
যেখানে শহীদ হয়ে বেহেস্তের ভিসা পায়
দুর্বলেরা
বেঘোরে মরে নরকে পস্তায়
ঘড়ির
কাঁটা যেই দেশে ভাই উল্টো দিকে ঘুরে
তার
ঠিকানা পেলে ও ভাই নিও মোরে সাথে করে।
দুবনা,
২৬ জানুয়ারী ২০১৮
পজিটিভ চিন্তা
আইন ভেঙ্গে মানুষ নিজেকে বিদ্রোহী মনে করে। আচ্চা চুরি ডাকাতি জায়েজ আর ভালো কাজ নাজায়েজ করলে কেমন হয়? তাতে চুরি ডাকাতি করলে আইন মানা হবে, না করলে সমাজ উপকৃত হবে।
দুবনা, ২৬ জানুয়ারী ২০১৮
দুবনা, ২৬ জানুয়ারী ২০১৮
আমাদের চরিত্র
প্রজাকে পুজা করি না, তবে প্রজাতন্ত্রকে ঠিকই পুজাতন্ত্র বানাই। আর পুজা করি তাদের যারা প্রজাদের সারা জীবন প্যাদায়।
দুবনা, ২৬ জানুয়ারী ২০১৮
দুবনা, ২৬ জানুয়ারী ২০১৮
Thursday, January 25, 2018
স্বাধীনতা
বর্তমানে তৃতীয় বিশ্বের স্বাধীন দেশগুলোর সাধারণ মানুষের অবস্থা দেখলে মনে হয়, অধিকাংশ দেশেই হয় উপনিবেশিক শক্তি তাদের স্থানীয় দোসরদের ক্ষমতায় বসিয়ে আগের মতই শোষণ করছে, নয়তো স্থানীয় এলিট শ্রেনী আরও শক্ত হাতে শোষণের চাকা ঘুরাচ্ছে। আগে প্রভুর ভুমিকায় ছিল বিদেশী ভদ্রলোক, এখন দেশী কিন্তু অভদ্র।
দুবনা, ২৫ জানুয়ারী ২০১৮
Saturday, January 20, 2018
গাধা সমাচর
গরু বলায় আস্ত একটা গাধা
কি রাগ যে করলো সে জানো দাদা
আমি বলি কি হোল তোমার ভাই
এত রাগ করছ কেন শুধাই
হাত পা উঁচিয়ে সে কী তার চিৎকার
দুনিয়ায় আমি সবচেয়ে গোঁয়ার
গরু হোল নিরীহ শান্ত প্রানী
গরু ডেকে মোর করেছ হে মানহানি।
এ অপমান কোথায় এখন রাখি?
কোথায় বল এ মূখ আমি ঢাকি?
আমি বলি শীত বলে কথা
চাঁদর থাকতে কর কেন মাথা ব্যথা?
শীত পালালে কি গতি আমার হবে ?
মরুর পোষাকে সবাইকে চমকে দেবে।
দুবনা, ২০ জানুয়ারী ২০১৮
হাঙ্গর কাহিনী
কোন হাঙ্গর তাকে খাবে তাতে কি পদ্মার ইলিশের কিছু এসে যায়? হাঙ্গররাই বরং নিজেদের মধ্যে মারামারি করে ঠিক করুক কে মানুষ খাবে!
দুবনা, ২০ জানুয়ারী ২০১৮
দুবনা, ২০ জানুয়ারী ২০১৮
Friday, January 19, 2018
অকুসু
সারা জীবন ধরে ও ভাই করলে অনেক কাজ
এবার না হয় একটু খানি করলেই বা অকাজ
দেখো অকাজ করতে গিয়ে করো না কুকাজ
কুকাজ সুকাজের মহাশত্রু অকাজ শুধুই অকাজ।
দুবনা, ১৯ জানুয়ারী ২০১৮
Thursday, January 18, 2018
উল্টোপাল্টা
মরণ যদি জীবন হতো জীবন হতো মরণ
বীরেরা কি তখন বল করতো মরণ বরণ?
আকাশ যদি পাতাল হতো পাতাল হতো আকাশ
নিঃশ্বাসের সাথে কি আমরা নিতাম তখন
বাতাস?
মানুষ যদি পাখির মত উড়ত আকাশ জুড়ে
ঘরের ভেতর হতো কি বন্দী পাখীরা আকাশ
ছেঁড়ে?
গরু ঘোড়া পাঠশালাতে শিখতো বীজগণিত
মাস্টারমশাই যদি তাদের হতো শেয়ালপণ্ডিত
বল্গা হরিণছানা যদি বাঘের পিঠে
বসে
ঘুরে বেড়াতো সুন্দরবনে লজেন্স
চুষে চুষে
কুমীর আর হাতি যদি দাঁড়িয়ে
পাশাপাশি
সুখ দুঃখের কথা কয়ে করতো হাসাহাসি
রাজপথ দিয়ে হেঁটে যেতো বিশাল
বিশাল গাছ
তাদের ডালে ঝুলে থাকতো রুই কাতলা
মাছ
দিনের বেলায় চাঁদ উঠত রাতের বেলায়
রবি
কবিরা সব লেখক হতো লেখক হতো কবি
মন্দেরা সব ভালো হতো ভালোরা সব
মন্দ
জীবন কি তবে গদ্য হতো হারিয়ে যেতো
ছন্দ?
হরেক রকম যদি কিন্তু আমার মনে
জাগে
উল্টোপাল্টা ভাবতে আমার কী যে
ভালো লাগে!
ভালো লাগা মন্দ লাগা মন্দ
ভালোবাসা
জীবন মরণ আর কিছু নয় শুধুই দাবা
পাশা।
দুবনা, ১৮ জানুয়ারী ২০১৮
অসাধারণ বাংলাদেশ
মানুষের পর বাংলাদেশে গাছপালাও স্বাভাবিক মৃত্যুর অধিকার হারালো। যশোর রোডের গাছগুলোর মৃত্যুদণ্ড গিলোটিনে কার্যকর করার সিদ্ধান্ত।
দুবনা, ১৮ জানুয়ারী ২০১৮
দুবনা, ১৮ জানুয়ারী ২০১৮
Wednesday, January 17, 2018
বেওয়ারিশ
আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি সবাই জনতার হয়ে কথা বলে। ভাবটা এমন -তারা সবাই জনতার মালিক। আমার কেন যেন মনে হয় জনগণ বরাবরই বেওয়ারিশ।
দুবনা, ১৭ জানুয়ারী ২০১৮
দুবনা, ১৭ জানুয়ারী ২০১৮
Tuesday, January 16, 2018
বেলা অবেলা
দেখ তো ভেবে হঠাৎ একদিন
দিন হয়ে গেল রাত আর রাত হয়ে গেল
দিন।
পৃথিবীর বুকে মৃত্যু নিল ফুটফুটে
এক শিশু
হুঙ্কার দিয়ে জানান দিল সে হবে
নতুন যীশু
ভাবতে লাগলো বসে বসে সে কি ছিল
মৃত্যুর আগে
সমান্তরাল বিশ্বের কথা প্রায়ই তার
মনে জাগে
এমনি করেই ভাবতে ভাবতে এসে গেল
জন্মদিন
এই লোক সে ছেড়ে চলে গেল শোধ না
করেই ঋণ
চলে গেল সে অন্য জগতে ভিন্ন রূপ
ধরি
এই নিয়ে তার প্রিয়জন কত করে যে
আহাজারি
জন্মের যেমন মৃত্যু আছে মৃত্যুর
আছে জন্ম
একই মুদ্রার দুই পিঠ তারা একসাথে
চলে আজন্ম
আমৃত্যু তারা একে অন্যেরে ধাওয়া
করে শুধু যায়
অতি ক্লান্ত হয়ে যদি পড়ে এস্তফেতা
বদলায়।
এ লোক সে লোক তিন লোক জুড়ি চলে যে
তাদের খেলা
সকাল সন্ধ্যা নেই যে তাদের নেই
বেলা অবেলা।
দুবনা, ১৬ জানুয়ারী ২০১৮
Monday, January 15, 2018
প্যারাডক্স
শৃঙ্খলা শৃঙ্খল দিয়ে বাঁধা, তবুও মুক্তিকামী মানুষ শৃঙ্খলাময় জীবনই চায়।
দুবনা, ১৬ জানুয়ারী ২০১৮
হালাল তুলসী
আচ্ছা তুই যে এসব হাবিজাবি মাংস খাস, অসুবিধা হয় না?
না রে, আমি রান্না করতে তুলসীপাতা ব্যবহার করি। সব হালাল হয়ে যায়।
দুবনা, ১৫ জানুয়ারী ২০১৮
না রে, আমি রান্না করতে তুলসীপাতা ব্যবহার করি। সব হালাল হয়ে যায়।
দুবনা, ১৫ জানুয়ারী ২০১৮
Friday, January 12, 2018
অন্ধ আলো
আপনি আলো দিয়েও অন্ধকার জয় করতে পারবেন না যদি অন্ধের মত আলোয় বিশ্বাস করেন।
দুবনা, ১৩ জানুয়ারী ২০১৮
দুবনা, ১৩ জানুয়ারী ২০১৮
Monday, January 8, 2018
কোথায় আস্থা বেশি?
রাজনৈতিক ইস্যুতে ধর্মীয় দলগুলো
যতটা সরব, প্রাকৃতিক বিপর্যয়ে তারা ততটাই নিরব।
দুবনা, ০৮ জানুয়ারী ২০১৮
সর্দির বয়ান
পরশু আমার নাকের হইয়াছে সর্দি
ডাক্তার কহে পড়িতে হইবে উর্দি
আমি কহিলাম উর্দু বুঝি না দাও কিছু বাংলায়
ডাক্তার কহে ফেলিলে বাপু মহা এক ঝামেলায়
ডাক্তার গেলো সর্দির সাথে আসিল হাঁচি কাশি
মহাআনন্দে নাক জোড়া মোর বাজাইলো আড় বাঁশী
গভীর রাতে শুনিতে পাই বৌয়ের আর্তনাদ
বাঁশীর সুরে ঘুম যে সবার করিলে বরবাদ
সর্দি কাশি জ্বর লইয়া দিন মহা আনন্দে কাটে
সবই ঠিক আছে শুধু কাজকাম উঠিয়া গিয়াছে লাটে।
দুবনা, ০৮ জানুয়ারী ২০১৮
Sunday, January 7, 2018
Saturday, January 6, 2018
C'est la vie
পশ্চিমা বিশ্বের অনেক নেতাই তাদের সামাজিক রীতিনীতিকে নিউটনের ল বলে মনে করে। অনেক ধর্মীও নেতাও তাই মনে করে।
দুবনা, ০৬ জানুয়ারী ২০১৮
গাধা ও মানুষ
গাধারা গাধা হলে ক্ষতি নেই, ক্ষতি যদি গাধা মানুষের মুখোশ পড়ে। কথাটা মানুষের ক্ষেত্রেও সমানভাবে সত্য।
দুবনা, ০৬ জানুয়ারী ২০১৮
দুবনা, ০৬ জানুয়ারী ২০১৮
শীত বুড়ি
শীতে লোকের কাঁপছে নাড়িভুঁড়ি
শীতের ঠ্যালায় আমি বুড়ো তুমি হলে বুড়ি
বরফগুলো কান্না হয়ে ভিজিয়ে দিল পা
শীত বুড়ি অনেক হল এবার ফিরে যা।
দুবনা, ০৬ জানুয়ারী ২০১৮
প্রতীক
বলতো ক্যাবলা ডেমোক্র্যাটদের প্রতীক গাধা কেন?
কারণ, ওদের নেতারা গোঁয়ার, সমর্থকরা বোকা।
দুবনা, ০৬ জানুয়ারী ২০১৮
ভোটাধিকার
মিসাইলের কাঁধে ভর করে আসা গণতন্ত্র ভোটাধিকার নয়, ভোট ডাকাতির অধিকার কায়েম করে। গলদটা গোড়াতেই।
দুবনা, ০৬ জানুয়ারী ২০১৮
দুবনা, ০৬ জানুয়ারী ২০১৮
Friday, January 5, 2018
আদর্শ
যে কোন আদর্শ অন্তরে ধারণ করতে হয়
ওটা শ্লোগান দিয়ে দুর আকাশে ভাসিয়ে দেবার জন্য নয়।
দুবনা, ০৬ জানুয়ারী ২০১৮
বাঁচা মরা
কিছু মানুষ মরে অমর হয়
আর কেউ কেউ বেঁচে মরে থাকে।
শারীরিক বাঁচাটাই যদি শেষ কথা হতো
মানুষ আজও চারপায়ে হাঁটতো।
দুবনা, ০৫ জানুয়ারী ২০১৮
এম্বারগো
অবস্থা দেখে মনে হয় পশ্চিমা বিশ্ব শীতের উপরও এম্বারগো জারি করেছে। তা না হলে নতুন বছরেও শীত নেই কেন?
দুবনা, ০৫ জানুয়ারী ২০১৮
দুবনা, ০৫ জানুয়ারী ২০১৮
Wednesday, January 3, 2018
মুঠো
মৃত্যুহীন দানবের জীবন ছিল সুচের ডগায়, আমাদের - মুঠোফোনের ভেতরে। মুঠো জীবন, মুঠো ভালোবাসা।
দুবনা, ০৩ জানুয়ারী ২০১৮
দুবনা, ০৩ জানুয়ারী ২০১৮
সুখ দুঃখ
যে হাসি মুখে দুঃখকে গ্রহণ করতে পারে, ব্যর্থতাকে বরণ করতে পারে সে দুঃখী হয় না। সমস্যা সমাধানের জন্য। সমাধানের চেষ্টার নামই তো জীবন।
দুবনা, ০৩ জানুয়ারী ২০১৮
দুবনা, ০৩ জানুয়ারী ২০১৮
জন্মদিন - উপসংহার
গতকাল সেভার জন্মদিনে আমাদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, লাইক দিয়েছেন মন ভরে। সবাইকে চল্লিশ কোটি বত্রিশ লক্ষ তিরানব্বই হাজার দুইশ' ছাপ্পান্নটা ধন্যবাদ। সব আমার পক্ষ থেকে। যাকে নিয়ে এতো কাণ্ড, মানে সেভাকে এ ব্যাপারে কিছুই জানানো হয় নি, হবে না। আজকাল ওর ছবি, বিশেষ করে ছোট বেলার ছবি পোষ্ট করলেই বলে
- পাপা, তুমি আমাকে আবার ছোট করলে (Папа, хватит меня позорить - Dad, stop shaming me)
তাই ওকে এ ছবি দেখিয়ে আর ছোট করতে চাই না।
তবে জানি, ওকে না বললেও ওর জন্য আপনাদের পাঠানো শুভেচ্ছাগুলো ঠিকই ওর জন্য কল্যাণ বয়ে আনবে।
গতরাতে আমরা (মনিকা আর ক্রিস্টিনা এসেছিলো সেভার জন্মদিনে)
ক্রস রোডে ক্রস ফায়ার
বঙ্গ, ওয়ান ওয়ে রোডের দুটো উদাহরন দাও তো।
ইহলোকে আগমন আর পরলোক গমন। স্যার, দুটোই ওয়ান ওয়ে।
আর যদি জন্মের সময় মৃত্যু হয়?
ক্রস রোডে ক্রস ফায়ার স্যার।
Tuesday, January 2, 2018
জন্মদিন
আজ থেকে অনেক বছর আগে
এই দিনটায় জন্ম নিলো সেভা
তরতরিয়ে এমন বড় হবে
সেই দিনটায় জানতো বল কে বা?
এই মাত্র বছর খানেক আগে
ওর মাথাটা আমার কান ছুয়ে
বালক সুলভ কইত কত কথা
শুনতাম আমি ঘাড়টা একটু নুয়ে
এক বছরেই বেড়েছে হাতে পায়ে
মাথা এখন আকাশ ছুঁই ছুঁই
এই দিনটায় জন্ম নিলো সেভা
বছরের প্রথম মাস তারিখ ছিল দুই
দুই হাজার দুই সবে শেষ
শুরু হোল দুই হাজার তিন
মাস দিন বছরের হিসেবে
লিখি আমি ০১ ০২ ০৩
ফায়ার সার্ভিস পুলিশ ইমারজেন্সী
কাউকে আমার নেই আজ প্রয়োজন
আজকে আমার সেভার জন্মদিন
আজকে শুধুই আনন্দ আয়োজন।
Subscribe to:
Posts (Atom)