Monday, January 29, 2018

অশিক্ষিত

সকালে সেভার এসএমএস পেলাম।
"পাপা, তুমি জানো বাইওলজীর খাতা কেমন?"
ভিকে (সামাজিক মাধ্যম) গিয়ে দেখি আমাদের পারিবারিক গ্রুপে মেসেজ -
-পাপা, তুমি ফ্রেগাট (ও যেখানে থাকে সেই বিল্ডিংএর নাম) গিয়ে আমার বাইওলজী বই আর খাতা নিয়ে আসতে পারবে স্কুলে?
গ্রুপে লেখা এ জন্যে, যদি বাসার কেউ না কেউ দেখে মস্কো থেকে আমাকে ফোন করে।
- ঠিক আছে। যদি ঘণ্টা খানেকে পরে হয় নিয়ে আসবো।
- হ্যাঁ এক ঘণ্টা সময় আছে। ১১.৫০ বা ১২.০০ টার দিকে হলেও চলবে।
আমি শুভর অনুরোধে কসমোলজির উপর লেখাটা শুরু করেছি, কয়েক পৃষ্ঠা লেখা শেষ। কি আর করা। তাড়াতাড়ি স্নান করে রেডি হচ্ছি। আবার সেভার মেসেজ

বইটা আর খাতা কম্পিউটারের পাশে। একেবারে কোনায়। বেগুনি রঙের বই আর খাতা। ওখানে লেখা আছে বাইওলজী।

কী ভাবে ছেলেমেয়েরা? আমি ফিজিক্স আর বাইওলজীর পার্থক্য বুঝি না। নিজেকে খুব অশিক্ষিত অশিক্ষিত মনে হল।

দুবনা, ২৯ জানুয়ারী ২০১৮


1 comment:

  1. নিজেকে খুব অশিক্ষিত অশিক্ষিত মনে হল।

    ReplyDelete