মরণ যদি জীবন হতো জীবন হতো মরণ
বীরেরা কি তখন বল করতো মরণ বরণ?
আকাশ যদি পাতাল হতো পাতাল হতো আকাশ
নিঃশ্বাসের সাথে কি আমরা নিতাম তখন
বাতাস?
মানুষ যদি পাখির মত উড়ত আকাশ জুড়ে
ঘরের ভেতর হতো কি বন্দী পাখীরা আকাশ
ছেঁড়ে?
গরু ঘোড়া পাঠশালাতে শিখতো বীজগণিত
মাস্টারমশাই যদি তাদের হতো শেয়ালপণ্ডিত
বল্গা হরিণছানা যদি বাঘের পিঠে
বসে
ঘুরে বেড়াতো সুন্দরবনে লজেন্স
চুষে চুষে
কুমীর আর হাতি যদি দাঁড়িয়ে
পাশাপাশি
সুখ দুঃখের কথা কয়ে করতো হাসাহাসি
রাজপথ দিয়ে হেঁটে যেতো বিশাল
বিশাল গাছ
তাদের ডালে ঝুলে থাকতো রুই কাতলা
মাছ
দিনের বেলায় চাঁদ উঠত রাতের বেলায়
রবি
কবিরা সব লেখক হতো লেখক হতো কবি
মন্দেরা সব ভালো হতো ভালোরা সব
মন্দ
জীবন কি তবে গদ্য হতো হারিয়ে যেতো
ছন্দ?
হরেক রকম যদি কিন্তু আমার মনে
জাগে
উল্টোপাল্টা ভাবতে আমার কী যে
ভালো লাগে!
ভালো লাগা মন্দ লাগা মন্দ
ভালোবাসা
জীবন মরণ আর কিছু নয় শুধুই দাবা
পাশা।
দুবনা, ১৮ জানুয়ারী ২০১৮
No comments:
Post a Comment