দেখ তো ভেবে হঠাৎ একদিন
দিন হয়ে গেল রাত আর রাত হয়ে গেল
দিন।
পৃথিবীর বুকে মৃত্যু নিল ফুটফুটে
এক শিশু
হুঙ্কার দিয়ে জানান দিল সে হবে
নতুন যীশু
ভাবতে লাগলো বসে বসে সে কি ছিল
মৃত্যুর আগে
সমান্তরাল বিশ্বের কথা প্রায়ই তার
মনে জাগে
এমনি করেই ভাবতে ভাবতে এসে গেল
জন্মদিন
এই লোক সে ছেড়ে চলে গেল শোধ না
করেই ঋণ
চলে গেল সে অন্য জগতে ভিন্ন রূপ
ধরি
এই নিয়ে তার প্রিয়জন কত করে যে
আহাজারি
জন্মের যেমন মৃত্যু আছে মৃত্যুর
আছে জন্ম
একই মুদ্রার দুই পিঠ তারা একসাথে
চলে আজন্ম
আমৃত্যু তারা একে অন্যেরে ধাওয়া
করে শুধু যায়
অতি ক্লান্ত হয়ে যদি পড়ে এস্তফেতা
বদলায়।
এ লোক সে লোক তিন লোক জুড়ি চলে যে
তাদের খেলা
সকাল সন্ধ্যা নেই যে তাদের নেই
বেলা অবেলা।
দুবনা, ১৬ জানুয়ারী ২০১৮
No comments:
Post a Comment