Thursday, August 17, 2017

সাময়িক বর

আজকাল বউ প্রায়ই ই-সপে কেনাকাটা করে। সেদিনও তেমনি একটা ব্যাপার ছিল। কুরিয়ার মালপত্র সাধারনত বাসায় এনে দিয়ে যায়। সেদিন ও নীচ থেকে ফোন করলে বউ ওকে বললো নীচে অপেক্ষা করতে আর আমাকে বলল টাকা দিয়ে প্যাকেট নিয়ে আসতে। কি আর করা? নিচে গিয়ে জিনিসপত্র দেখে ওর হাতে টাকা দিয়ে জিজ্ঞেস করলাম সাইন করতে হবে কিনা।
- না দরকার নেই।
তারপর একটু ইতস্তত বলল 
- ভদ্রমহিলা বলেছিলেন তার বর আসবে জিনিষগুলো নিতে।
- ও তাই। আমি সাময়িক ভাবে ঐ ভদ্রমহিলার ওখানে বরের চাকরি করছি।
একটু অবাক হয়ে তাকিয়ে ও চলে গেল।
আমিও বাড়ি ফিরে বউকে বললাম
- এরপর আমাকে জিনিষ আনতে পাঠালে ওদের বলে দিও তাজিক (তাজিকস্তান থেকে সেসব লোকেরা এ দেশে আসে অড জব করতে) যাচ্ছে মাল আনতে। তাতে আর যাই হোক ওরাও বিব্রত হবে না, আমাকেও হাজারটা প্রশ্নের জবাব দিতে হবে না।
মস্কো ১৭ আগস্ট ২০১৭



No comments:

Post a Comment