"প্রথমত আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের, দ্বিতীয়ত আপনি উপজাতীয় সম্প্রদায়ের। এই বিবেচনায় বাংলাদেশের সবার যে সমান অধিকার এই অনগ্রসর শ্রেণি থেকেও যে বিচারপতি হতে পারে সেই উদাহরণ সৃষ্টি করার জন্যই আপনাকে বিচারপতি করা হয়েছিল" - বলেছেন ডঃ হাসান মাহমুদ।
বুঝলাম আপনি মনের কথাটাই বলেছেন, সত্য কথাটাই বলেছেন, কিন্তু এখন এই স্বীকারোক্তির মধ্য দিয়ে বাংলাদেশে যে সবার সমানাধিকার নেই, যা আছে তা শুধু রাজনৈতিক বিবেচনায় আছে, উপরে উপরে ধর্মনিরপেক্ষ হলেও মনে মনে সবাই জামাতী-হেফাজতি আর আলেমা লীগের আদর্শে বিশ্বাসী - আপনার কথা কিন্তু সেটাই প্রমান করে। তাহলে কোথায় গেলো একাত্তরের চেতনা? কোথায় গেলো ধর্মনিরপেক্ষতা? পাকিস্তানের বিরুদ্ধে লড়াই শুধু একটা দেশের বিরুদ্ধে ছিল না, ছিল আদর্শের বিরুদ্ধে। এই আদর্শিক লড়াইয়ে আমরা কি সত্যি বিজয়ী হয়েছি?
No comments:
Post a Comment