Tuesday, July 18, 2017

বন্যা




বললো আমায় পাশের বাড়ির ছেলে
“ভাসতে এবার হবেই বানের জলে
যেভাবে বাড়ছে নদীর জল
হাতি-ঘোড়া আর ভেড়ার সাথে বাড়িও যাবে তল।“
আমি বললাম, “বন্যার দরকার
নইলে বল দেশটা কেমনে হবে পরিষ্কার?”
কথাটা কাকা একেবারেই ঠিক
সব কিছুরই মন্দের সাথে আছে ভালো দিক।
আমি বললাম, “খুবই ভালো হতো
আবর্জনার সাথে যদি ভাসিয়ে নিয়ে যেতো
পাঁজি, বদমাইশ, লোভী আর দাঙ্গাকারীরদল
পাহাড় থেকে নেমে আসা বন্যার এই জল।
কিন্তু দেখো জল দেবতাও ঘুষের টাকা খেয়ে       
বেঁছে বেঁছে গরীব মানুষ সঙ্গে যাবে নিয়ে
মরবে গরীব, মরবে কৃষক, ভাঙ্গবে কুঁড়েঘর   
হাসবে যত ঘুষখোরেরা অট্টালিকার’পর।
তাই বলি কী, বন্যাটা ভালো নয়,
তাতে মরে আম জনতা, তাদেরই যত ক্ষয়।“   

দুবনা, ১৮ জুলাই ২০১৭ 


No comments:

Post a Comment