সমাজতন্ত্রে বসবাস করে দেখেছি কোন কিছু জাতীয়করণ করা হলে তার কি দুর্দশা হয়। ব্যাপারটা যতটা না জাতীয়করণে তার চেয়ে বেশী দৃষ্টিভঙ্গিতে। জাতীয় পশু বাঘের অবস্থা দেখে তাই মনে হয়। দোয়েল জাতীয় পাখী হলেও দেশে যেমন কাকের রাজ্যত্ব - তেমনি বাঘ জাতীয় পশু হলেও হায়েনার আনাগোনা চারিদিকে - বাইরের থেকে ভেতরেই বেশী। সুন্দর বনে আরও বেশী।
দুবনা, ৩১ জুলাই ২০১৭
No comments:
Post a Comment