Friday, July 21, 2017

স্বীকারোক্তি




আজটা হবে কাল
কালকে হবে পরশু
পরশুর পর তরসু
তারপরেতে নাই।  
তুমিই বল কেমন মোরা
ভাত আর ডাল খাই?
এরই মাঝে পায়ে আসে
পাল্টা উল্টা চিন্তা
বালির মধ্যে ঢুকিয়ে মাথা
দিই কাটিয়ে দিনটা।
বারবার আমি চাই যে খেতে
পেটটা যখন ভরা,
খেতে আমার হয়না রুচি
পেটে পড়লে চরা।
রাজ্য আমার আয়নার ওপার
সময় ঘোরে বায়ে,
ডানকে মোরা বাম বলি
কালো যায় সাদা হয়ে।
হতে আমি চাই যে রাজা
চাই হতে আমি মন্ত্রী
সব চাইতে বাসি ভালো  

হতে ষড়যন্ত্রী।  
একপা যদি সামনে এগুই
তিন পা  যাই পিছে,  
জীবন আমার শুধুই শ্লোগান
আর সবকিছু মিছে।

দুবনা, ২১ জুলাই ২০১৭ 


No comments:

Post a Comment