Tuesday, March 28, 2017

পাগল বৃত্তান্ত

বসন্তের বুকভরা এবার শুধুই রঙ
ঠাট্টা মস্করায় তাই কাটায় সারাক্ষণ
কাল রাতে বাড়ি ফেরার পথে
গাছগুলো সব দাঁড়িয়ে দেখি বরফের কম্বলে ঢেকে
সকাল বেলায় যাচ্ছি যখন কাজে
আকাশ দেখি করছে খেলা জলকাদায় ডুবে
যোগীর মত মাথার উপর দাঁড়িয়ে আছে গাছ
মেঘেরা হেথায় কাটছে সাঁতার যেন রুই-কাতলা মাছ
লোকে বলে বসন্তে নাকি পাগলের বাড়ে বাড়

বসন্ত যদি নিজেই পাগল মানুষ তো কোন ছার। 

দুবনা, ২৮ মার্চ ২০১৭   


No comments:

Post a Comment