বসন্তের বুকভরা এবার শুধুই রঙ
ঠাট্টা মস্করায় তাই কাটায় সারাক্ষণ
কাল রাতে বাড়ি ফেরার পথে
গাছগুলো সব দাঁড়িয়ে দেখি বরফের কম্বলে ঢেকে
সকাল বেলায় যাচ্ছি যখন কাজে
আকাশ দেখি করছে খেলা জলকাদায় ডুবে
যোগীর মত মাথার উপর দাঁড়িয়ে আছে গাছ
মেঘেরা হেথায় কাটছে সাঁতার যেন রুই-কাতলা মাছ
লোকে বলে বসন্তে নাকি পাগলের বাড়ে বাড়
বসন্ত যদি নিজেই পাগল মানুষ তো কোন ছার।
দুবনা, ২৮ মার্চ ২০১৭
No comments:
Post a Comment