Friday, March 24, 2017

একাকী পাহাড়



অনেক দিন আগের কথা।
যখন যৌবন আমার পেছন পেছন ঘুরে বেড়াতো ছায়ার মত
আর আমি বিপ্লবের লাল ঘোড়ায় লাগাম লাগিয়ে
ছুটে চলতাম ছায়াপথের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে,
সঙ্গে যেতো নদী, পাহাড়, বন-বাদাড়
চন্দ্র, সূর্য, গ্রহ-নক্ষত্র, সব সব -
কখনও বাঁকা চাঁদে পা ঝুলিয়ে বসে স্বপ্নে হতাম বিভোর আমি।
আবার কখনও একটা একটা করে তারা ইচ্ছেমত
লাগিয়ে দিতাম আকাশের গায়ে।
সে সব ছিল অনেক অনেক আগে।  
আর আজ?
আজ বিপ্লব মুখ থুবড়ে পড়ে আছে পাশের উঠোনে
তারারা দ্রুত পালিয়ে যাচ্ছে দূরে, বহু দূরে
চাঁদে আজ কেউ চরকা দিয়ে সুতা কাটে না,
ওর বুকে আজ শুধুই কলঙ্কের ছবি
বনের গাছেরা আজ কঙ্কালসার
নদীর বুকে আজ জল নেই, সেখানে শুধুই মানুষের কান্না
একাকী পাহাড় আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে
আর খুঁজছে ভোরের আলোয় হারিয়ে যাওয়া তারাগুলো।

দুবনা, ২৪ মার্চ ২০১৭




No comments:

Post a Comment