Sunday, March 12, 2017

কালি


গতকাল বউ যখন বাজারে যাচ্ছিল, বললাম
-আমার জন্য এক বোতল কালি নিয়ে এসো তো?
- কালি? কি হবে কালি দিয়ে?
- তোমার ভাবটা এমন যেন ছবি তোলা ছাড়া কালি দিয়ে আর কিছু করা যায়?
বাসায় ফিরে আমি জিজ্ঞেস করার আগেই বললো, সুপার মার্কেটে কালি দেখতে ভুলে গেছে। তবে অন্য এক দোকানে দেখেছে, সেখানে ছোট এক বোতল কালির দাম প্রায় ৫০০ টাকা।
বাঁচা গেল যে ও কালি কিনে নাই। এমনিতেই ওর ধারনা আমি বেতনের টাকা আমি ছবির পেছনে খরচ করি। এখন ৫০০ টাকা দিয়ে কালি কিনে যদি দেখতো আমি ওটা জলে ঢেলে ছবি তুলছি, তাহলেই হয়েছিল আর কি।
মস্কো, ১৩ মার্চ ২০১৭
http://bijansaha.ru/albshow.html?alb=63

No comments:

Post a Comment