স্বাধীনতা
= স + অধীনতা।
কিন্তু
যতদিন না “স” স্বাধীনতা শব্দের সত্যিকারের অর্থ বুঝতে পারে, স্বাধীনতা কারো কারো
জন্য হয় স্বেচ্ছাচারিতা, আর কারো কারো জন্য শুধু ধরা না দেয়া স্বপ্ন।
**********************************
আকাশে
স্বপ্ন ছিল প্রিয়ার মুখে গান
বাতাসে
ভালোবাসার গন্ধ তার চোখে অভিমান
এমন
রাতে কামানের ডাকে নিস্তব্ধতা ওঠে কেঁদে
পাক
হায়েনা জাল ফেলেছে বাঙ্গালীকে ফেলতে ফাঁদে
রাস্তায়
নামে মানুষের ঢল নদীতে রক্তের বান
স্বাধীন
করতে হবে এই দেশ মুজিবের আহ্বান
স্বাধীনতা
এল শ্ত্রু পালালো রয়ে গেলো বিভীষণ
আবার
এসেছে দ্বিজাতি তত্ত্ব ধর্মনিরপেক্ষতা বিসর্জন
মস্কো,
২৬ মার্চ ২০১৭
No comments:
Post a Comment