Wednesday, March 29, 2017

মূলা


ছুটছে সবাই মূলার পিছে
উটের পিঠে দেশ
জোব্বা পরা বুদ্ধজীবি
ভালই তো বেশ বেশ
ধর্মের পাঞ্জাবি গায়ে
যমদূতেরা আসে
সুজলা সুফলা সোনার বাংলা
বাঙ্গালীর রক্তে ভাসে


দুবনা, ২৯ মার্চ ২০১৭




Tuesday, March 28, 2017

পাগল বৃত্তান্ত

বসন্তের বুকভরা এবার শুধুই রঙ
ঠাট্টা মস্করায় তাই কাটায় সারাক্ষণ
কাল রাতে বাড়ি ফেরার পথে
গাছগুলো সব দাঁড়িয়ে দেখি বরফের কম্বলে ঢেকে
সকাল বেলায় যাচ্ছি যখন কাজে
আকাশ দেখি করছে খেলা জলকাদায় ডুবে
যোগীর মত মাথার উপর দাঁড়িয়ে আছে গাছ
মেঘেরা হেথায় কাটছে সাঁতার যেন রুই-কাতলা মাছ
লোকে বলে বসন্তে নাকি পাগলের বাড়ে বাড়

বসন্ত যদি নিজেই পাগল মানুষ তো কোন ছার। 

দুবনা, ২৮ মার্চ ২০১৭   


Sunday, March 26, 2017

স্বাধীনতা

স্বাধীনতা = স + অধীনতা।
কিন্তু যতদিন না “স” স্বাধীনতা শব্দের সত্যিকারের অর্থ বুঝতে পারে, স্বাধীনতা কারো কারো জন্য হয় স্বেচ্ছাচারিতা, আর কারো কারো জন্য শুধু ধরা না দেয়া স্বপ্ন।     

********************************** 

আকাশে স্বপ্ন ছিল প্রিয়ার মুখে গান
বাতাসে ভালোবাসার গন্ধ তার চোখে অভিমান
এমন রাতে কামানের ডাকে নিস্তব্ধতা ওঠে কেঁদে
পাক হায়েনা জাল ফেলেছে বাঙ্গালীকে ফেলতে ফাঁদে
রাস্তায় নামে মানুষের ঢল নদীতে রক্তের বান
স্বাধীন করতে হবে এই দেশ মুজিবের আহ্বান
স্বাধীনতা এল শ্ত্রু পালালো রয়ে গেলো বিভীষণ
আবার এসেছে দ্বিজাতি তত্ত্ব ধর্মনিরপেক্ষতা বিসর্জন

মস্কো, ২৬ মার্চ ২০১৭ 


Friday, March 24, 2017

একাকী পাহাড়



অনেক দিন আগের কথা।
যখন যৌবন আমার পেছন পেছন ঘুরে বেড়াতো ছায়ার মত
আর আমি বিপ্লবের লাল ঘোড়ায় লাগাম লাগিয়ে
ছুটে চলতাম ছায়াপথের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে,
সঙ্গে যেতো নদী, পাহাড়, বন-বাদাড়
চন্দ্র, সূর্য, গ্রহ-নক্ষত্র, সব সব -
কখনও বাঁকা চাঁদে পা ঝুলিয়ে বসে স্বপ্নে হতাম বিভোর আমি।
আবার কখনও একটা একটা করে তারা ইচ্ছেমত
লাগিয়ে দিতাম আকাশের গায়ে।
সে সব ছিল অনেক অনেক আগে।  
আর আজ?
আজ বিপ্লব মুখ থুবড়ে পড়ে আছে পাশের উঠোনে
তারারা দ্রুত পালিয়ে যাচ্ছে দূরে, বহু দূরে
চাঁদে আজ কেউ চরকা দিয়ে সুতা কাটে না,
ওর বুকে আজ শুধুই কলঙ্কের ছবি
বনের গাছেরা আজ কঙ্কালসার
নদীর বুকে আজ জল নেই, সেখানে শুধুই মানুষের কান্না
একাকী পাহাড় আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে
আর খুঁজছে ভোরের আলোয় হারিয়ে যাওয়া তারাগুলো।

দুবনা, ২৪ মার্চ ২০১৭




Sunday, March 12, 2017

কালি


গতকাল বউ যখন বাজারে যাচ্ছিল, বললাম
-আমার জন্য এক বোতল কালি নিয়ে এসো তো?
- কালি? কি হবে কালি দিয়ে?
- তোমার ভাবটা এমন যেন ছবি তোলা ছাড়া কালি দিয়ে আর কিছু করা যায়?
বাসায় ফিরে আমি জিজ্ঞেস করার আগেই বললো, সুপার মার্কেটে কালি দেখতে ভুলে গেছে। তবে অন্য এক দোকানে দেখেছে, সেখানে ছোট এক বোতল কালির দাম প্রায় ৫০০ টাকা।
বাঁচা গেল যে ও কালি কিনে নাই। এমনিতেই ওর ধারনা আমি বেতনের টাকা আমি ছবির পেছনে খরচ করি। এখন ৫০০ টাকা দিয়ে কালি কিনে যদি দেখতো আমি ওটা জলে ঢেলে ছবি তুলছি, তাহলেই হয়েছিল আর কি।
মস্কো, ১৩ মার্চ ২০১৭
http://bijansaha.ru/albshow.html?alb=63

Thursday, March 9, 2017

LEFT IS ALWAYS RIGHT - IT IS AS TRUE AS DAYLIGHT!

Any kind of fundamentalism, be it left, right, front, back, up, down, religious, atheistic is bad. If change is the driving force of progress, you should be flexible enough to greet the changes. No I am not talking about the opportunists who changes with the change of the government, but about the changes that the society undergoes with time.
LEFT IS ALWAYS RIGHT - IT IS AS TRUE AS DAYLIGHT!

Dubna, 09 March 2017