রাশিয়ায় পান করার অজুহাত নিয়ে বিভিন্ন ধরণের চুটকি প্রচলিত আছে। এক লোকের খুব পান করতে ইচ্ছে করছে কিন্তু কোন কারণ খুঁজে পাচ্ছে না। কি করা? একটা টেবিলের মাঝখানে চক দিয়ে দাগ কেটে টেবিলের উপর একটি তেলেপোকা ছেড়ে দিল। যতবার তেলেপোকা লাইন বা সীমানা অতিক্রম করে ততবার সে ওর বিদেশ গমন বা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে পান করে। আমাদের তেমন পানের সংস্কৃতি নেই। তবে দুঃখ কষ্ট পেতে আপত্তি নেই।
দুবনা, ৩০ জুলাই ২০২৪