অজানাকে জানার চেষ্টা করায় ঈশ্বর আদমকে নির্বাসন দিয়েছিলেন। তিনি এক ও অদ্বিতীয়। আমেরিকা নিজের অনন্যতায় অন্ধবিশ্বাস রাখে। তাই দুগিনের বই বা রুশ সাহিত্য, সংস্কৃতি নিষিদ্ধ করলেও তার গণতন্ত্রে আঁচড় লাগে না। ভিন্ন কথা যখন অন্য কোন দেশ, বিশেষ করে পশ্চিমা বিশ্বের বাইরে কেউ, সেটা করে। গণতন্ত্রের পূজারীরা এতে মোটেই ক্ষুব্ধ বা ব্যথিত নয়। তাদের কাছে গণতন্ত্র মানে তো আমেরিকার তাঁবেদারি করা।
দুবনা, ২৮ মে ২০২৪
No comments:
Post a Comment