১৮৮৬ তে শিকাগোর রাজপথে শ্রমিকরা রক্ত দিল। ঢাকায় শুনলাম মে ডে পালনকারী ছাত্র জনতা সাধারণ মানুষদের বেচাকেনা বন্ধ করে দিনের আয় থেকে বঞ্চিত করল। আমার বৌ উৎসব উপলক্ষ্যে আমাকে দিয়ে কেক কেনালো দোকান থেকে। স্বীকার করতেই হয় যে কেকের ভাগও ভাগ্যে জুটেছে। কিন্তু বুঝতে পারছি না আমি কোন দলে শোষকের না শোষিতের?
সবাইকে মে দিবসের শুভেচ্ছা। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে এর নাম ছিল শ্রমিক সংহতি দিবস। এখন বসন্ত ও শ্রম দিবস। সুতরাং সবাইকে শ্রম দিবসে বাসন্তী শুভেচ্ছা।
দুবনা, ০১ মে ২০২৪
No comments:
Post a Comment