নিজেকে ভালোবাসতে ভয় এটা কি নার্সিসাস ফোবিয়া? অনেকেই নিজেকে ভালোবাসতে পারে না, আরও কম মানুষই পারে নিজেকে যে ভালোবাসে সেটা স্বীকার করতে। অথচ যে নিজেকে ভালোবাসে না সে এটা করে তা করতে তার ভালো লাগে বলেই। তাই নিজেকে ভালোবাসি না এটা ভুল ধারণা, শুধু পাছে লোকে কিছু বলে সেই ভয়ে নিজের কাছে অস্বীকার করা। কেউ নিজেকে ভালোবাসতে ভালোবাসে, কেউ নিজেকে ভালো না বাসতে ভালোবাসে। দুটোই আত্মকেন্দ্রিক। দুটোই ভালোবাসা যদিও ভিন্ন লক্ষ্যে।
দুবনা, ২৬ মে ২০২৪
No comments:
Post a Comment