সবই আপেক্ষিক। যারা প্রশংসা পছন্দ করে তাদের কাছে অন্যের চাটুকারিতা সুন্দর, যদিও অন্যদের কাছে বিরক্তিকর। এক মাতালের কাছে সহমাতালের জড়ানো কথা সুন্দর। প্রেমিক প্রেমিকার কাছে অব্যক্ত ভাষা সুন্দর। সাধারণ মানুষের কাছে বেস্ট সেলারের ভাষা সুন্দর, সাহিত্য সমালোচকদের কাছে অনেক ক্ষেত্রে দুর্বোধ্য প্রকাশ সুন্দর। কেউ ওয়াজের ভাষা পছন্দ করে কেউ বৈজ্ঞানিক যুক্তি। কোন কিছু প্রতিষ্ঠা করার জন্য কারোও বক্তব্য একজনের কাছে যুক্তিপূর্ণ মনে হয়, অন্যের কাছে এটা মনে হয় কুযুক্তি। সমস্যা হল আমরা কখনো নিজেকে অন্যের স্থানে প্রতিস্থাপন করতে পারি না বা চাই না। নিজের অবস্থান থেকে যেটা ভালো মনে করি সেটাকেই একমাত্র সত্য ও সঠিক পথ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। তাহলে ভালোমন্দের ক্রাইটেরিয়া কি? বক্তার মুখ আর শ্রোতার কান, লেখকের কলম আর পাঠকের মন যখন একই কম্পনাঙ্কে অনুরণিত হয় তখন সেটা সুন্দর, অন্যথায় অসুন্দর।
মস্কোর পথে, ০৭ এপ্রিল ২০২৪