Wednesday, November 29, 2023

Knowledge

The only true wisdom is in knowing you know nothing - Socrates. But is it true? Our every next knowledge is based on the previous one. We explain every new experience based on the old one. If we know nothing how can we come to know that we know nothing? In my view the true knowledge is in knowing that we know too little and more is unknown. But this little knowledge can help us to know and understand more and more even knowing our quest for knowledge will be neverending.

Kazan, 29 November 2023

Sunday, November 26, 2023

নির্বাচন

দেশে নির্বাচন। দাঁড়াবেন না? 
আমি বসতে পারলে দাঁড়াই না, শুতে পারলে বসি না। যেদিন নির্বাচনে শোয়া যাবে সেদিন ভাবব নির্বাচনে শোয়া যায় কি না?

কাজান, ২৭ নভেম্বর ২০২৩

Saturday, November 25, 2023

সমস্যা

সমস্যা নিয়ে আমার কোন সমস্যা নেই। সব সমস্যা এদের সমাধান নিয়ে। মানে সমস্যার অনেকগুলো সমাধান থেকে সময়োপযোগী ও দীর্ঘস্থায়ী সমাধান বের করায়।

দুবনা, ২৫ নভেম্বর ২০২৩

Thursday, November 23, 2023

জীবন

অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া ফাইনাল খেলল। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন। যারা মারামারি (ব্যাটে-বলে) করল তারা আর মাত্র কয়েক ঘন্টা পর আবার খেলতে নামবে। বিশ্বকাপের ফাইনালকে পেছনে ফেলে নতুন জয়ের সন্ধানে তারা মাঠে নামছে আর আমরা যারা ধারেপাশে পর্যন্ত যেতে পারিনি সেই ফাইনালের ফলাফল নিয়ে এখনও যুদ্ধ করে যাচ্ছি। প্রতিবেশী ভালো হোক মন্দ হোক, সে প্রতিবেশীই। চাই না চাই তার পাশেই বাস করতে হয়, তার ভালোমন্দের ভাগ নিতে হয়। তাই ঐ প্রসঙ্গ বাদ দিয়ে খেলা দেখুন। এই নেন বেন্চ। মজা করে বসে জীবন নিয়ে ভাবুন। 

দুবনা, ২৩ নভেম্বর ২০৩৩

Wednesday, November 22, 2023

স্বপ্নচারী

দয়ালু বা মানবিক হয়েছে কিনা সেটা বলতে পারব না, তবে বিগত পাঁচ শ বছরে পুঁজিবাদ অনেক স্মার্ট হয়েছে। এখন আর ওরা এশিয়া আফ্রিকা থেকে ধরে ধরে দাস নিয়ে যায় না। এখন আমরা লেখাপড়া শিখে নিজেরাই যাই অথবা সরকার বিভিন্ন চুক্তির মাধ্যমে আমাদের পাঠায়। পারত পক্ষে আমরা আর দাস নই, স্বাধীন বটে। তবে ব্যাংক লোন নিয়ে গাড়ি বাড়ি কিনে নিজেদের অগোচরে আমরা সেই আগের মতই বন্ড সই করি। এক কথায় আমরা স্বপ্নচারী।

দুবনা, ২২ নভেম্বর ২০২৩

Sunday, November 19, 2023

ধরা

আজকের খেলার ফলাফল আমার অন্ততঃ একটা উপকারে এসেছে। অনেকেই ধরে নিয়েছিল বিরাট আরেকটা সেঞ্চুরি করবে, সামি আরেকটা ফাইফার পাবে। আমিও আজ রান্না পুড়িয়ে উপলব্ধি করলাম এই পোড়ার মূলে আছে ধরা। আমি রাঁধতে গিয়ে প্রায়ই ধরে নেই জ্বালটা কমাতে হবে, তরকারিটা নাড়তে হবে। কিন্তু গণিতে যদি কোন কিছুর মান এক্স ধরে সঠিক উত্তর পাওয়া যায় রান্নায় সেটা ঘটে না। ধরার পাশাপাশি আঁচ না কমালে, নাড়াচাড়া না করলে সব পুড়ে যায়। এটাই জীবনের কঠিন সত্য।

দুবনা, ১৯ নভেম্বর ২০২৩

Saturday, November 18, 2023

লক্ষ্য

বিশাল সংখ্যক মানুষ তাদের চারপাশের লোকজনদের যেভাবে সন্দেহ করে, তাদের জীবনের বিভিন্ন অজানা ও অপ্রিয় সত্য এবং গোপন তথ্য উদঘাটনের জন্য যে পরিমাণ অর্থ ও সময় ব্যয় করে তার কিয়দংশ যদি প্রকৃতির রহস্য উন্মোচনে ব্যয় করত, বিভিন্ন রকমের কুসংস্কার যদি একই রকম সন্দেহের চোখে দেখত তাহলে পৃথিবীতে বিজ্ঞানমনস্ক মানুষের এত অভাব হত না। জীবনে সঠিক লক্ষ্য নির্ধারণে ব্যর্থতা কারণেই কী ব্যক্তি মানুষ, কী সমাজ - সবাই আজীবন অন্ধকারে ঘুরপাক খায়।

দুবনা, ১৯ নভেম্বর ২০২৩

স্বপ্ন ভঙ্গ

যদিও ডাক্তারি পড়ার ইচ্ছা আমার কোন দিনই ছিল না তবুও মাত্র কয়েক দিন আগে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে ডাক্তার হওয়া আমার পক্ষে একেবারে অসম্ভব ছিল না। নিশ্চয়ই ভাবছেন আমার এই আত্মবিশ্বাসের কারণ কী? কিছুই না, হাতের লেখা। আমার হাতের লেখা অন্যেরা দূরের কথা আমি নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না। তবে শুনলাম এখন থেকে ডাক্তারদের নাকি প্রেস্কিপশন টাইপ করতে হবে। সুতরাং আমার ডাক্তার হবার স্বপ্নে গুড়ে বালি।

দুবনা, ১৮ নভেম্বর ২০২৩

Friday, November 17, 2023

রাজনীতি

আজকের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হল না রাজনৈতিক দল, না রাজনীতিবিদ কেউই আর জনগণের কাছে দায়বদ্ধ নয়। তারা দায়বদ্ধ হয় বিদেশী শক্তির (অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব) কাছে অথবা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি ও দেশীয় বৃহৎ পুঁজির কাছে। এখন আর জনগণের স্বার্থ দেখার কেউ নেই, আছে শুধু নিজেদের লোভ লালসা বাস্তবায়ন করতে জনগণকে শোষণ করার পারদর্শী ভদ্রলোকেরা।

দুবনা, ১৮ নভেম্বর ২০২৩

Thursday, November 16, 2023

নতুনত্ব

অনেক দিন পরে আজ একটা নতুন খাবার রান্না করলাম। পোড়া পরিজ। বেচারা পরিজ। ওর জীবনটা ষোল আনাই মিছে।
চেয়ে চেয়ে দেখলাম তুমি পুড়ে গেলে তুমি পুড়ে গেলে
আমার করার কিছু ছিল না।

দুবনা, ১৭ নভেম্বর ২০২৩

জনগণ

জনগণ হল ঈশ্বরের মত। আমরা ঈশ্বরকে যেমন সর্বশক্তিমান হিসেবে মানি তেমনি জনগণকে মনে করি সব ক্ষমতার উৎস। আবার আমরা যেমন ঈশ্বরের নামে খুন থেকে শুরু করে হেন অপরাধ নাই যা করি না, ঠিক তেমনি ভাবেই জনগণের নামেই জনজীবন বিপর্যস্ত করতে এতটুকু পিছপা হই না। সবচেয়ে মজার ব্যাপার হল যারা এসব করে তাদের পেছনে না আছে ঈশ্বর না আছে জনগণ। সেদিক থেকে রাজনীতিবিদরা হল সবচেয়ে মিথ্যুক, কেননা অন্যেরা বলে কয়ে নিজের স্বার্থে সব করে, এরা সব করে নিজেদের স্বার্থে কিন্তু জনগণের নামে।

দুবনা, ১৬ নভেম্বর ২০২৩

Wednesday, November 15, 2023

গণতন্ত্র

গণতন্ত্রের মূল সমস্যা গণতন্ত্র নিজে। স্বাভাবিক নিয়মেই সমাজে প্রকৃত জ্ঞানী ও সব দিক থেকে বিচক্ষণ মানুষের সংখ্যা কম। অপেক্ষাকৃত ধূর্ত যারা তারা সাধারণ মানুষকে ম্যানিপুলেট করে আর তাদের সংখ্যার কাঁধে ভর করে সমাজ শাসন করে।

দুবনা, ১৫ নভেম্বর ২০২৩

Monday, November 13, 2023

অসভ্যতা

তথাকথিত উন্নত ও সভ্য বিশ্বের মানবতা নামক মহাযজ্ঞের বলি হয়ে কত লোক যে আজ মানবেতর জীবন যাপন করছে তার হিসাব রাখে কে? যত সব অসভ্যের দল।

দুবনা, ১৪ নভেম্বর ২০২৩

বড় বাড়ির নেমন্তন্ন

নেতাদের সাথে সেলফি তুললেই নেতা হওয়া যায় না, বড়লোকের বাড়িতে দাওয়াত খেলেই বড়লোক হওয়া যায় না। উল্টো এসব নেতারা বা বড়লোকেরা এসব ভক্তদের দেখিয়ে সমাজে নিজেদের অবস্থান দৃঢ় করে। ইউক্রেন আর মলদোভার ইউরোপিয়ান ইউনিয়নের আমন্ত্রণ মূলতঃ এই পর্যায়েই পড়ে।

দুবনার পথে, ১৩ নভেম্বর ২০২৩

Saturday, November 11, 2023

আরও আলো

আজ অনেকেই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। মনে পড়ছে ছোটবেলায় এদিন আমরা মোমবাতির আলোয় ভরিয়ে দিতাম চারিদিক। রুশরা বলে বোকাকে প্রার্থণা করতে শেখাও, সে দেবতার দুয়ারে মাথা কুটে কপাল ভেঙে ফেলবে। এর অর্থ হল অধিকাংশ মানুষ সবকিছু আক্ষরিক ভাবে নেয়। আলোর এই উৎসবের মূল বার্তা মোমবাতি নয়, জ্ঞানের আলোয় মনের সব অন্ধকার, সব কুসংস্কার দূর করা।‌ সবাই সেই আলোয় উদ্ভাসিত হোক এটাই কামনা।

মস্কো, ১২ নভেম্বর ২০২৩

Friday, November 10, 2023

প্রভাব

দুই জন মানুষের শত্রুতায় এদের পরস্পর বিরোধী চারিত্রিক বৈশিষ্ট্য যেমন ফুটে ওঠে, দুই জন মানুষের বন্ধুত্বে তেমনি তারা নিজেদের কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য পরস্পরের সাথে বিনিময় করে। এক সময় ভ্লাদিমির জেলেনস্কি ছিল শুধুই কমিক আর যো বাইডেন রাজনীতিবিদ। এখন দুজনকে দেখলে স্পষ্ট বোঝা যায় এদের একের উপর অন্যের সর্বগ্রাসী প্রভাব।

মস্কোর পথে, ১০ নভেম্বর ২০২৩

Thursday, November 9, 2023

জীবন

কে যেন বলেছিলেন যৌবনে কমিউনিস্ট আর বার্ধক্যে সন্নাসী না হলে জীবন বৃথা। মনে হয় এর সাথে আরেকটি কথা যোগ করার সময় এসেছে। পঞ্চাশের পরে পরিবেশ সংগ্রামী! বিপ্লবের তান্ডবের পরে গাছ লাগিয়ে সন্ন্যাস জীবনটা একটু সুখের করা।

দুবনা, ০৯ নভেম্বর ২০২৩

Wednesday, November 8, 2023

ইউরেকা

আগে মানুষ পাথরে পাথর ঘষে আগুন জ্বালাত। আমি আজ হাতে হাত ঘষে গরম করে এক দৈত্য বের করলাম যে গেট খুলে দিল। শেষ পর্যন্ত কারো সাহায্য ছাড়াই আমি অফিসে ঢুকলাম। দুবনা, ০৮ নভেম্বর ২০২৩

জ্ঞান

ক্লাস রুম। শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন
- সুগারের বাংলা জান?
- তাতো জানি না। তবে সুগার চিনি। লবণের মত দেখতে। তবে খেতে মিষ্টি।

দুবনা, ০৮ নভেম্বর ২০২৩

Monday, November 6, 2023

মূলা

দেশে আলুর দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, তেলের দাম বাড়ে - তা মূলার দাম বাড়ায় না কেন সরকার? 
হঠাৎ আপনি মূলার পেছনে লাগলেন?
আরে না। ফেসবুকে সবাই বায়ু দূষণ নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। তাই মনে হল মূলাই যত নষ্টের মূল। ছোটবেলায় তো তাই জানতাম।

দুবনা, ০৭ নভেম্বর ২০২৩

Sunday, November 5, 2023

মহা ভাবনা

অনেক ভাবিয়া দেখিলাম ভাবিয়া ভাবিয়া সময়ের অপচয় করা একেবারেই অর্থহীন। তাই ভাবিলাম এখন হইতে আর ভাবিব না, না ভাবিয়াই কাজ করিব। কিন্তু তখনই মনে পড়িল সেই অমর বাণী
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
আমি আবারও বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম ভাবিব নাকি না ভাবিয়াই কাজ করিব। মহা ভাবনার বিষয়।

মস্কো, ০৫ নভেম্বর ২০২৩

স্মৃতি

অনেক দিন পরে লোকাল ট্রেনে মস্কো যাচ্ছি। ১৯৯৪ সালের মে মাসে যখন দুবনায় কাজে জয়েন করি সেই সময় থেকে ১৯৯৬ সালের গ্রীষ্ম পর্যন্ত প্রতি শুক্রবার মস্কো ফিরতাম লোকাল ট্রেনে। সাথে থাকত আফানাসিয়েভ। অনেক দিন পরে মনে পড়ল গিওর্গি নিকোলায়েভিচকে। সেই সময় দুবনা থেকে মস্কো পর্যন্ত সমস্ত স্টেশনের নাম মুখস্থ হয়ে গেছিল। প্রতিটি ঘটনাই অতীত থেকে ভবিষ্যতের দিকে যায় আর এই যাওয়ার পথে তাকে বর্তমান নামক এক চেকপোস্ট পাড়ি দিতে হয় তা সে কখনোই পারে না, কারণ অতীত আর ভবিষ্যতের এই মিলনস্থল বর্তমান ক্ষণস্থায়ী, অনেকটা গাধার সামনে ঝুলানো গাজরের মত, যা দেখা যায় কিন্তু ধরা যায় না। তবে কোন কোন ঘটনা অকস্মাৎ অতীত স্মৃতিকে জাগিয়ে তুলতে পারে। যেমন আজ হঠাৎ করেই সেই ১৯৯৪ সালের দিনগুলোর কথা মনে পড়ে গেল।

মস্কোর পথে, ০৫ নভেম্বর ২০২৩

Wednesday, November 1, 2023

বিশ্বাসের নিত্যতা

আমার মনে হয় অনেক কিছুর মত বিশ্বাসেরও নিত্যতার সূত্র আছে। যারা ঈশ্বর বা অন্য কোন আদর্শে অন্ধভাবে বিশ্বাস করে তারা ভিন্নমতাবলম্বীদের প্রায়ই অবিশ্বাসের চোখে দেখে, মানুষের শক্তিতে আস্থা রাখে না। অন্যদিকে যারা যুক্তিবাদী, যারা কোন কিছুতে অন্ধভাবে বিশ্বাস করে না তারা সাধারণত মানুষের উপর আস্থা হারায় না, অযথা কাউকে অবিশ্বাস করে না, অন্যদের সন্দেহের চোখে দেখে না।

দুবনা, ০২ নভেম্বর ২০২৩

শান্তি

একসময় মানুষ শাস্তির ভয়ে অপরাধ করতে দ্বিধা করত, এখন অধিকাংশ মানুষ মনে হয় অপরাধ করে শান্তি পায়, সুখ পায়। তা না হলে আজকাল এত মানুষ কি করে ঘুষ, দুর্নীতির সাথে জড়িত হয়? যেভাবে বিশ্ব নেতারা এই দেশ ধ্বংস করব, এই জাতি নিশ্চিহ্ন করব ইত্যাদি বলে হুঙ্কার দেয়, সুখ বা শান্তি না পেলে তারা কি সেটা করত?

দুবনা, ০১ নভেম্বর ২০২৩