Friday, April 30, 2021

কাসুন্দি


রেডি হয়ে বাসা থেকে বেরুব, গুলিয়া বলল
- বাইরে বৃষ্টি হচ্ছে।
- খুব জোরে হচ্ছে?
- না। মাঝারি সাইজের।
- ও কিছু না। যাচ্ছি।
- ছাতিটা নিয়ে যাও।
- না।
- কেন?
- আমার মাথা ব্যথা করে।

ছোট বেলায় বাড়িতে বিভিন্ন রকমের ছাতি ছিল। কোলকাতা থেকে নিয়ে আসত। কাঞ্জিলাল, রামদয়াল না মহেন্দ্র - কোম্পানির এখন ঠিক মনে নেই। ভাদ্র মাসের জন্যে ছাতিগুলো ছিল বড়, মোটা কাপড়ের। তখন ছেলেদের ছাতি ছিল কালো রঙের, মেয়েদের বিভিন্ন রঙের। হাই স্কুলে যেতাম ছাতি ছাড়া। হঠাৎ বৃষ্টি নামলে বাড়ি থেকে ছাতি দিয়ে লোক পাঠাত। কিন্তু কে আর অপেক্ষা করে? বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসতাম। এমনকি বদু ভাই বা কেউ যদি আগে এসেও পৌঁছুত আমি ঠিকই ছাতি ছাড়াই যেতাম। এজন্যে ওদের বকা খেতে হত।  

মস্কো আসার পর বৃষ্টির ধার করে যায়। মুষলধারে বৃষ্টি হত না বললেই চলে। আমি ছিলাম খুব হালকা পাতলা। তাই বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে পথ করে ঠিক পৌঁছে যেতাম গন্তব্যে গায়ে জল না লাগিয়েই। এখন অবশ্য বৃষ্টিরা আগের মত দরিদ্র নয়, যখন আসে আকাশ ভেঙ্গেই আসে। কিন্তু মাথায় ছাতি ধরলেই আমার মাথা ব্যথা শুরু হয়, প্রেসার বেড়ে যায়। জানি না এটা সাইকোলজিক্যাল নাকি অন্য কিছু। কিন্তু ছাতির নীচে আমি প্রচণ্ড অস্বস্তি বোধ করি। তাই সাধারণত জ্যাকেটের হুড তুলে দিই মাথার উপর, তাও যদি টুপি না থাকে। কেননা টুপি আর হুড একসাথে ব্যবহার করলে আবার মাথা ব্যথা শুরু হয়। হুডের (ছাতারও) উপর যখন বৃষ্টির ফোঁটা পড়ে মনে হয় ছোটবেলার কথা, যখন টিনের চালে রিমঝিম শব্দ করে বৃষ্টি পড়ত আর আমরা সবাই হৈচৈ করে লেগে যেতাম কাপড়, সুতা, ধান বা পাট ঘরে তুলতে অথবা ত্রিফল দিয়ে সেসব ঢেকে দিতে। সে অবশ্য অনেক আগের কথা। সেসব দিনে ফিরে যেতে হলে আলোর চেয়েও বেশি বেগে চলতে হবে শতাধিক বছর। আমি অলস  মানুষ। কে যাবে অত দূর! তাই এমন দিনে মনের এ্যালবাম খুলে স্মৃতির পাতা উল্টাই। ইস সাথে যদি একটু সর্ষের তেল, কাঁচা মরিচ আর মুড়ি থাকত, অথবা মুড়ির সাথে কাসুন্দি আর আখি গুড়!

দুবনা, ৩০ এপ্রিল ২০২১   





দর্শন

 

তুমি তো ফিজিক্সের মানুষ। লেখাগুলো হয় দার্শনিক। ব্যাপারটা কী?
আমি আসলে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে লিখি। দেখি মানে দর্শন করি তো তাই লেখাগুলো এমন হয়। এর সাথে কিন্তু ফিলোসফির কোন সমস্যা বা সম্পর্ক নেই।
 
দুবনা, ৩০ এপ্রিল ২০২১

Thursday, April 29, 2021

ভূমিকা

অনেকের বক্তব্যে ভূমিকা এতই বড় যে তারা জীবনে কখনোই আর উপসংহার টানতে পারে না।

দুবনা, ২৯ এপ্রিল ২০২১ 

Wednesday, April 28, 2021

টাকেশ্বর

 


হিংসা, ঘৃণা, মিথ্যা - এগুলো আজ পৃথিবীতে জনপ্রিয় পণ্য, যাকে বলে বেস্ট সেলার। মানুষ যত সহজে এসব কেনে ঠিক তত কঠিন ভাবেই অহিংসা, ভালবাসা আর সত্যের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। রাজনীতি, ধর্ম, সামাজিক মূল্যবোধ থেকে শুরু করে আজ সবকিছুই একজন ঈশ্বরের পূজায় ব্যস্ত। তিনি আর কেউ নন - টাকেশ্বর।

দুবনা, ২৮ এপ্রিল ২০২১

Tuesday, April 27, 2021

জন্মদিন

গর্ব করার মত আমার কিছুই নেই। এই না থাকার মধ্যেও একটা গর্বের জায়গা ছিল। সেটা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ তার জন্মদিন। শুভ জন্মদিন। অনেক শুভকামনা।

মস্কো, ২৬ এপ্রিল ২০২১ 

মাস্ক

 

বসের কথা পছন্দ হচ্ছেনা, মাস্কের আড়ালে তাকে ভেংচি কাটতে পারেন নির্দ্বিধায়। ঘুম পাচ্ছে? মাস্ক পরে হাই তুলুন। কেউ টের পাবেনা। বাইরে ঠান্ডা? মাস্ক উষ্ণতা দেবে। দুর্গন্ধ? মাস্ক তা থেকে রক্ষা করবে। ধূলাবালিতে নাক মুখ একাকার। এখানেও মাস্ক তার হাত বাড়িয়ে দেবে। এতসব গুরুত্বপূর্ণ কাজ করার পরও সে আরেকটা ছোট্ট কাজ করতে পারে আপনার জন্য। করোনা থেকে রক্ষা করতে পারে। তাই মুখোশ পরুন। 
 
মস্কো, ২৬ এপ্রিল ২০২১

জেব্রা গাছ

 


দুবনা থেকে মস্কোর পথের অর্ধেকটাই বুনো পথে মানে বনের ভেতরে লুকিয়ে থাকা পথে চলতে হয়। বাকিটা বন না হলেও প্রায় জনপদ বিহীন। কোথাও মাঠ, কোথাও বা জলাশয়। অনাবাদি জমি। এই বন, এই মাঠ - এসবের মধ্যে থেকে উঁকি দেয় বিরিওজা মানে বার্চ গাছ। গাড়ি থেকে জেব্রা বলে ভ্রম হয়। ভাবি ওদের নাম কেন জেব্রা গাছ হল না। 
 
মস্কোর পথে, ২৫ এপ্রিল ২০২১

সুখ

সুখে থাকতে চাইলে ভূতের কিল সহ্য করতেই হবে। সমস্যা হল এই ভূত অশরীরী নয়, একেবারে জলজ্যান্ত। আসে বিভিন্ন দলের কর্মীর বেশে আর চুন থেকে পান খসলেই (হ্যাঁ, পান থেকে চুন নয়, চুন থেকেই পান) - কিল, সেকি কিল। তাতেই দিশেহারা বুদ্ধিজীবীর দিল।

দুবনা, ২৫ এপ্রিল ২০২১

Memories

Are sweet memories harmful for diabetics patients? Just an innocent question.
 
Dubna, 24 April 2021 

Saturday, April 24, 2021

ডিজিটাল

ডিজিটাল বাংলাদেশে প্রবেশের প্রথম ধাপ ডিজিটাল আইন।

দুবনা, ২৪ এপ্রিল ২০২১ 

আত্মরক্ষা

 

ধর্মীয় উৎসব, উপাসনালয়ে ভীড় করে আর শয়ে শয়ে করোনায় মরে যারা বেঁচে থাকছে তাদের কাছে আপনারা ঈশ্বরের ক্ষমতাকে প্রশ্নের সম্মুখীন করছেন, ঈশ্বরকে অসহায় করছেন। ঘরে থাকুন। নিজে বাঁচুন, ঈশ্বরকে বাঁচান।
 
দুবনা, ২৪ এপ্রিল ২০২১

Friday, April 23, 2021

সুনামি

 


কোন কোন দেশে করোনার অবস্থা থেকে মনে হয় জলোচ্ছ্বাস বা সুনামি। সব কিছু থাকার পরেও যখন শুধু সময়ের অভাবে মানুষ পালাতে পারে না। পালানোর সময় গেটে আটকা পড়ে পদদলিত হয়ে মারা যায়। এখন বিভিন্ন দেশে অবস্থা তাই। হাসপাতালে সীট, পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আর সবচেয়ে বড় কথা সময়ের অভাব। কাকে রেখে কাকে দেখবেন? কার দিকে হাত বাড়াবেন? অথচ সবাই এরকম আশংকা করত আর ভাবত করোনা তাকে পাশ কাটিয়ে চলে যাবে। এভাবেই সময় মত সতর্ক না হয়ে মানুষ নিজের বিপদ নিজেই ডেকে আনে। অমানবিক রাজনীতি আর ধর্ম এই মহাযজ্ঞে ঘি ঢালে।

দুবনা, ২৩ এপ্রিল ২০২১

মনসাই

আমাদের দেশের প্রতিভাবান লোকজনদের যেভাবে দাবিয়ে রাখা হয় তাতে এতদিনে একটা বড়সড় মনসাই (মানবিক বনসাই) পার্ক বানানো যেত।

দুবনা, ২৩ এপ্রিল ২০২১ 

Thursday, April 22, 2021

বসন্ত

 


ন্যাংটো গাছেরা নতুন কাপড় পরে
গাছেরা গিয়েছে সবুজ পাতায় ভরে
ক'দিন পরে ফুটবে তাতে রঙ বেরঙের ফুল
শীত কি ছিল, নাকি সেটা শুধুই মনের ভুল?

দুবনা, ২২ এপ্রিল ২০২১
 
 

 

Wednesday, April 21, 2021

ছুটি

 


আর কি কেউ শঙ্খ বাজিয়ে
অধর্মকে করবে তাড়া?
শঙ্খ ঘোষ ছুটি নিলেন
মানুষ আজ দিশেহারা!
আবার কবে উঠবে গর্জে
অসি রূপী মসি কবির
কবিতার বাণী আবার কবে
ভাঙবে জেলের প্রাচীর?

দুবনা, ২১ এপ্রিল ২০২১ 
 
 

 


Monday, April 19, 2021

Democracy


Democracy is government in the name of people sometimes by the people but always against the people.
 
Moscow, 18 April 2021 

Sunday, April 18, 2021

দরিদ্র নারায়ণ

 

"দরিদ্র নারায়ণ" বলে একটা ধারণা ছিল। ছোটবেলায় অনেক শুনেছি। তখন অবশ্য সেভাবে বুঝিনি। এখন বুঝি। পৃথিবীতে অধিকাংশ (খারাপ) কাজ হয় হয় ঈশ্বরের (নারায়ণের) নামে, নয়তো (দরিদ্র) জনগণের নামে। সে ভোট হোক, জমি দখল বা গলাকাটা যাই হোক। এতে দরিদ্রের অবস্থার উন্নতি ঘটে না, আমার বিশ্বাস নারায়ণেরও অবস্থার হেরফের ঘটে না। তারা নিমিত্ত মাত্রই থেকে যায়। এখানেই হয়তো গরীবের সাথে ঈশ্বরের একমাত্র মিল, একাত্মতা। এখানেই দরিদ্র নারায়ণের সার্থকতা বা ব্যর্থতা।

দুবনা, ১৮ এপ্রিল ২০২১

Saturday, April 17, 2021

তেল

 

সকাল থেকে নিজেকে বেশি বেশি বাঙালি মনে হচ্ছে।
কেন? কি হল আবার?
সকাল থেকে প্রচুর তেল মেরেছি।
তাই? তা এত তেল কাকে মাখলেন?
বসন্ত এসেছে। সাইকেল ওয়েলিং করলাম।

দুবনা, ১৭ এপ্রিল ২০২১

Friday, April 16, 2021

COVID-19

 

Because of CO, COVID-19 is very cooperative and believes in coexistence. Peaceful or not - yet to be verified.
 
Dubna, 16 April 2021 

অভয়ারণ্য

 


দীর্ঘ দিন রাশিয়ায় থেকে একটা জিনিস খেয়াল করেছি। ঘুষ, দুর্নীতি বা অসামাজিক কাজকর্মের জন্য যখনই কাউকে বিচারের আওতায় আনা হয় সে তখনই রাতারাতি রাজনীতিবিদ বনে যায় আর পশ্চিমা বিশ্ব এদের পুতিনের রাজনৈতিক উচ্চাভিলাষের শিকার বলে প্রোপ্যাগান্ডা চালায়। দেশেও দেখছি আইনের কুনজরে পড়লে সবাই সাচ্চা মুসলমান হয়ে যায়। তখন আর কেউ তাদের ঘুষ, দুর্নীতির কথা ঘুণাক্ষরেও মুখে আনে না। ধর্ম আর রাজনীতি এখন চোর বাটপারদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

দুবনা, ১৬ এপ্রিল ২০২১

Thursday, April 15, 2021

করোনা রাজাকার

করোনার হাতে বিনা বিচারে একের পর এক মুক্তমনা বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীদের মৃত্যু দেখে মনে হচ্ছে ও ব্যাটা আসলে রাজাকার। 

দুবনা, ১৫ এপ্রিল ২০২১ 

Wednesday, April 14, 2021

নববর্ষ

 


আজ ঘুম ভাঙতেই স্কুলের কথা মনে পড়ল, ঠিক স্কুল নয় রাজ্জাক ভাইয়ের কথা। আমাদের স্কুলের শরীর চর্চার শিক্ষক। প্রথম দিকে, স্কুলে জয়েন করার আগে বেশ কিছুদিন আমাদের বাড়িতে থাকতেন তেরশ্রীর এই ভদ্রলোক। যাহোক, এর আগে হক স্যার শরীর চর্চার ব্যাপারে নজর দিলেও রাজ্জাক স্যার ছিলেন ট্রেনিং প্রাপ্ত। যার ফলে দৌড়-ঝাপও নিয়ম মেনে করতে হত। আগে আমরা অনায়াসে নুর দিতাম। নুর, এটা আঞ্চলিক ভাষায় দৌড়ের ডাকনাম। উনি আসার পরে সেটা আর হত না। সবাইকে দাড় করিয়ে হুইসেল বাজাতেন। একমাত্র হুইসেলের পরেই দৌড় শুরু করতে হত। এর আগে শুরু করলে যাকে বলে ফলস স্টার্ট।

সেই জানুয়ারি থেকে পৃথিবী বার বার স্টার্ট নিচ্ছে। জানুয়ারির ১ তারিখে গ্রিগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী। দু সপ্তাহ পরেই আবার তাকে ধরে দাড় করানো হয়েছে জুলিয়ান ক্যালেন্ডারের সাথে নতুন করে শুরু করতে। এরপর ফেব্রুয়ারিতে চীনা ক্যলেন্ডার, মার্চে ইরানসহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নওরোজ। শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে এসেছে আমাদের উপমহাদেশে। দু চার দিনের হের ফেরে পৃথিবী কতবার যে ফলস স্টার্ট নেবে কে জানে। আজ শুরু হল বাংলাদেশে, আগামীকাল বাঙালিদের আরেক অংশ শক্য পঞ্জিকা অনুযায়ী শুরু করবে নতুন বছরের হিসাব। শুধু সূর্য নয় দূরের নক্ষত্ররাও আকাশের এক নির্দিষ্ট অবস্থানে দাঁড়িয়ে সাক্ষ্য থাকবে পৃথিবীর নতুন করে চলতে শুরু করার ঘটনার। দেশ বিদেশের মানুষ লালা পতাকা হাতে দাঁড়িয়ে থাকবে আর হঠাৎ করেই তার এই চলায় বাধা দেবে। আবার নতুন করে শুরু করার আয়োজন করবে তারা। আসলে পৃথিবী তার চলা কখনই বন্ধ করবে না, শুধু বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মানুষ নিজের নিজের মত করে গুনবে এই শুরু দিন, একে অন্যকে অভিনন্দন জানাবে। পৃথিবীর কোন এক কোণে জন্ম নেবে আরেকটি নতুন বছর।

দুবনা, ১৪ এপ্রিল ২০২১ 
 

 

দুঃখ সুখের মিলন মেলা

 


রাজনীতি ও পশ্চিমা তোষণের বিড়ম্বনায় পুরনো বছরের শ্রাদ্ধ আর নতুন বছরের জন্মদিন মানুষ একই সাথে পালন করছে। দুঃখ সুখের মিলন মেলায় মেতেছে আজ বাঙালি।
শুভ বিদায় ১৪২৭, সুস্বাগতম ১৪২৮

দুবনা, ১৪ এপ্রিল ২০২১ 
 

 

শুভ নববর্ষ

 

নববর্ষ জাগায় মনে সুদিনের আশা
নববর্ষের স্লোগান হোক মানবতা ভালবাসা।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা!
 
দুবনা, ১৪ এপ্রিল ২০২১ 

Tuesday, April 13, 2021

পণ

 


ঘরে বসেই কাটিয়ে দাও হে এই করোনা কাল
দেশের তরে তোমরা না হয় হলেই নন্দলাল
অকারণে আর যাব না বাইরে কর হে ভীষণ পণ
জীবনের তরে যে করেই হোক রাখ হে এ জীবন

দুবনা, ১৩ এপ্রিল ২০২১ 
 
 

 

ভ্রম

 


যেভাবে আইন অমান্য আর অসহযোগ আন্দোলন করে তাতে মাঝে মাঝে মনে হয় দেশের মানুষ মূলত গান্ধীবাদী, তবে তাদের সহিংস রূপ আর ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা দেখলে সে ভুল ভেঙ্গে যায়।
 
মস্কো, ১২ এপ্রিল ২০২১

সাফল্য

শেষ পর্যন্ত একটা হাসপাতাল পাতালে প্রবেশ করে নিজের নামের স্বার্থকতা প্রমাণ করল। সাবাস!

মস্কো, ১১  এপ্রিল ২০২১

মৃত্যুর জন্ম

যদিও যুগ যুগ ধরেই ঘটে আসছে তবুও এই করোনা কালে প্রতিদিন এত মৃত্যু জন্ম নিচ্ছে যে মানুষ দিশেহারা হয়ে পড়ছে।

মস্কোর পথে, ১১ এপ্রিল ২০২১ 

Sunday, April 11, 2021

রূপান্তর

একসময় কেউ আইসিইউ-এ আছেন শুনলে মানুষ উদ্বেগ প্রকাশ করত। এখন কারো জন্য আইসিইউ পাওয়া গেছে শুনলে সবাই স্বস্তি লাভ করে। অবাক রূপান্তর।

দুবনা, ১১ এপ্রিল ২০২১ 

Saturday, April 10, 2021

হেফাজত

হেফাজতে ইসলাম ইসলামের কতটুকু হেফাজত করে সেটা জানি না তবে বিভিন্ন রাজনৈতিক দল যে হেফাজতের হেফাজতে উঠেপড়ে লেগেছে সেটা খালি চোখেও দেখা যায়।

দুবনা, ১০ এপ্রিল ২০২১ 

উন্মাদনা

ধর্মীয় উন্মাদনা কাউকে স্বর্গের ভিসা পেতে সাহায্য করবে কিনা জানিনা তবে সেটা যে এই পৃথিবীতেই অনেককে নরক যন্ত্রণায় ভোগাচ্ছে তাতে সন্দেহ নেই।

দুবনা, ১০ এপ্রিল ২০২১   

চলমান লক ডাউন

চলমান লক ডাউন কী? যে লক ডাউনে জনগণ ইচ্ছা মত যত্রতত্র চলাফেরা করে তাহাকে চলমান লক ডাউন বলে। 

দুবনা, ১০ এপ্রিল ২০২১ 

Friday, April 9, 2021

লক আপ লক ডাউন

বিবেক, সততা, মুক্তচিন্তা, সুশিক্ষা এসব যখন লক আপে তখন জনতার কাছে শরীরটাকে লক ডাউনে রাখার আবেদন কতটা বোধগম্য সেটাই প্রশ্ন।

দুবনা, ০৯ এপ্রিল ২০২১ 

Thursday, April 8, 2021

বিশেষণ

দিকে দিকে বিশেষণের বাম্পার ফলন
আত্মহারা বিশেষ্যের অপঘাতে মরণ।

দুবনা, ০৮ এপ্রিল ২০২১ 

Tuesday, April 6, 2021

হাঙ্গামা

বড় হাঙ্গামা তো! কীবোর্ডে রি লিখলেই অটোম্যাটিক্যালি রিসোর্ট আসছে। এ কিসের আলামত? 

দুবনা, ০৬ এপ্রিল ২০২১ 

জীবন মরণ

 


আইসিইউ খালি নেই, রাস্তায় মৃত্যু। আমাদের না আছে প্রস্তুতি জীবনের জন্য, না আছে প্রস্তুতি মৃত্যুর জন্য। অবহেলিত জীবন মরণ, কেউ করে না বরণ।

দুবনা, ০৬ এপ্রিল ২০২১

উকুন

 


কাউকে জুনিয়র পার্টনার মনে করে অবহেলা করবেন না। কিছু কিছু জুনিয়র পার্টনার আপনার জীবন অতিষ্ঠ করে তুলতে পারে। যেমন উকুন। রাজনীতিতে উকুন এড়িয়ে চলুন, নইলে ওরা আপনার মাথায় বসে ইচ্ছে মত আপনার ঘাড় ঘোরাবে। বিশেষ করে উকুন যদি মৌলবাদী মানে অন্ধবিশ্বাসী হয়।

দুবনা, ০৬ এপ্রিল ২০২১

জীবন জুড়ে পরিচয়


প্রায় ত্রিশ বছর আগে গ্রীষ্মের এক সন্ধ্যায় মসফিল্ম থেকে ফেরার পথে এক মেয়েকে দেখে বলেছিলাম "Девушка, можно познакомиться!" তখন সে পঁচিশ পেরিয়েছে মাত্র। তারপর থেকে আমি রেড লাইটের মত তার বয়সের সামনে জ্বলছি। বয়স সেখানেই আটকে গেছে। আর আমার তার সাথে পরিচয়ের পর্বটা আজ পর্যন্তও শেষ হয়নি।

দুবনা, ০৬ এপ্রিল ২০২১ 
 

 

Monday, April 5, 2021

CARE

Be careful, otherwise COVID-19 will take care of you! 

Dubna, 05 April 2021 

প্রশ্ন

প্রশ্ন হল পরকীয়ার উদ্যোগটা স্বকীয় ছিল কি? নাকি এটাও ওপরওয়ালাদের ইচ্ছায়? 

দুবনা, ০৫ এপ্রিল ২০২১ 

Sunday, April 4, 2021

বিধি বাম

সব দেখে মনে হচ্ছে স্বাস্থ্যবিধি বাম। একে মার্ক্সবাদী ভেবে ভুল করবেন না।

দুবনা, ০৪ এপ্রিল ২০২১ 

Saturday, April 3, 2021

সন্যাসী

ছোটবেলায় পড়তাম অধিক সন্যাসীতে গাজন নষ্ট। গণতন্ত্রে সন্যাসীদের এতটাই আধিক্য?

দুবনা, ০৩ এপ্রিল ২০২১ 

আপ ডাউন

লক ডাউনে কাজ না হলে দেশটাকে লক আপ করতে হবে। অথবা করোনাকে ক্রস ফায়ারে পাঠানোর কথা ভাবতে হবে। 

দুবনা, ০৩ এপ্রিল ২০২১ 

বিনোদন

ধর্ম যখন বিনোদন আর বিনোদন যখন ধর্ম হয় সেটা না হয় ধর্ম না হয় বিনোদন। সেটাও ভালো যদি না করে তারা বিধর্মী নিধন। 

দুবনা, ০৩ এপ্রিল ২০২১ 

Friday, April 2, 2021

প্রযুক্তি

উন্নত প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে। কখনো কখনো মনে হয় তা শুধু জীবনকেই নয় মরণকেও সহজ করেছে।

দুবনা, ০২ এপ্রিল ২০২১ 

Thursday, April 1, 2021

নিরাপত্তা

মৌলবাদীদের কাছে না দেশ, না ধর্ম, না মানুষ কেউই নিরাপদ নয়। এমনকি এরা নিজেরাও নিজেদের কাছে নিরাপদ নয়।

দুবনা, ০১ এপ্রিল ২০২১